মাদক নেওয়ার ঘটনার জেরে বিশ্বকাপ থেকে ছাঁটাই হেলস
আচমকা ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছিলেন অ্যালেক্স হেলস। তখন থেকেই গুঞ্জন আসল কারণ কি? পরে জানা গেল মাদক নেওয়ায় তিনি পাচ্ছেন ২১ দিনের নিষেধাজ্ঞা। এবার সেই নিষেধাজ্ঞার জেরে তাকে বিশ্বকাপ দল থেকেই ছেঁটে ফেলেছে ইংল্যান্ড।
বিশ্বকাপ স্কোয়াড তো বটেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে আর পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজেও নেই তিনি।
নির্বাচক অ্যাশলে জাইলস হেলসে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বলেন, এখানেই শেষ নয় এই ক্রিকেটারের ক্যারিয়ার, ‘আমি এটা পরিষ্কার করতে চাই যে, ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে এটা অ্যালেক্সের ক্যারিয়ারের শেষ নয়। ইংল্যান্ড দলে ঠিকঠাক পরিবেশ তৈরিতে কাজ করছি বলেই তাকে সরিয়ে দেওয়া। আশা করছি সব শোধরে আবার খেলায় ফিরবে।’
২০১৩ সাল ক্ষতিকারক মাদক নেওয়ার জেরে মৃত্যু হয় ক্রিকেটার টম ম্যাওনার্ডের। এরপর থেকেই মাদক পরীক্ষা বাধ্যতামূলক করে ইসিবি। রুটিন পরীক্ষাতেই তাই ধরা পড়েন তিনি।
এই ধরণের পরীক্ষায় প্রথম ধরা পড়ে সতর্ক করা হয়। দ্বিতীয়বার ধরা পড়লে পেতে হয় তিন সপ্তাহের শাস্তি। তৃতীয়বার হলে কড়া শাস্তি পেতে হতে পারে তাকে। হেলস মাদক ছাড়াও মারামারি করেও বিতর্কে জড়িয়েছিলেন। ব্রিস্টলে মারামারির ঘটনায় নিষেধাজ্ঞার শাস্তি আর কড়া জরিমানা গুনতে হয়েছিল তাকে।
Comments