ফেসবুকের কমিউনিটি অ্যাওয়ার্ড পেল ঢাকা

ফেসবুকের ডেভেলপার সার্কেল কমিউনিটির গ্লোবাল সামিট চলছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে। সম্মেলনে প্রথম দিনের শেষভাগে ছিল ফেসবুক ডেভেলপার সার্কেল অ্যাওয়ার্ড প্রোগ্রাম।

ফেসবুকের ডেভেলপার সার্কেল কমিউনিটির গ্লোবাল সামিট চলছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে। সম্মেলনে প্রথম দিনের শেষভাগে ছিল ফেসবুক ডেভেলপার সার্কেল অ্যাওয়ার্ড প্রোগ্রাম। এতে সব দেশগুলোকে পাঁচটি অঞ্চলে ভাগ করে সেরা উদ্যোগগুলোকে পুরস্কৃত করা হয়। এই অঞ্চলগুলোর মধ্যে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, কিরিগিজিস্থানকে পিছনে ফেলে বাংলাদেশের ঢাকা চ্যাপ্টার জিতে নিয়েছে স্পিরিট অব ডেভেলপার সার্কেল পুরস্কার।

পুরস্কার গ্রহণ করেন ফেসবুকের ডেভেলপার সার্কেল ঢাকার কমিউনিটি লিড আরিফ নিজামী।

মার্চে নারী দিবস উপলক্ষে করা “ইনোভেট ফর চেঞ্জ” হ্যাকডে আয়োজনের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে অংশ নিয়েছিলেন ৫০ জন নারী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ইউএন উইমেন, ব্রিটিশ কাউন্সিলসহ আরও নানান প্রতিষ্ঠানের বেশ কয়েকজন রিসোর্স পারসন হিসেবে অংশ নেন। আয়োজনের সহযোগী ছিল আইসিটি ডিভিশনের স্টার্ট আপ বাংলাদেশ।

ফেসবুক ডেভেলপার সার্কেল হচ্ছে ফেসবুকের ডেভেলপার ও স্টার্টআপদের জন্য প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ফেসবুক নানা ধরনের সহযোগিতা দিয়ে থাকে। ফেসবুক ডেভেলপার সার্কেল ঢাকা ২০১৭ সালে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে।

ফেসবুক ডেভেলপার সার্কেল গ্লোবাল সামিটের পর দুই দিনের ফেসবুক হ্যাকাথন ও আরও দুই দিনের বার্ষিক সম্মেলন F8 এর পর আয়োজন শেষ হবে ২ মে। F8 এ সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতে মার্ক জাকারবার্গ ফেসবুকের নানান নতুন উদ্যোগ ঘোষণা করবেন। প্রেস বিজ্ঞপ্তি

Comments

The Daily Star  | English

Six killed in Cox’s Bazar landslides amid relentless rain

453mm of rain recorded in 24 hours as many areas of seaside town inundated

3h ago