পাকিস্তানের সঙ্গে মিল খোঁজার কারণ বুঝতে পারছেন না নাজমুল

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের পতাকার সঙ্গে তাদের ক্রিকেট দলের জার্সির মিল নেই। কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে পতাকার সঙ্গে অমিল থাকায় তোলপাড় উঠে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের জার্সির সঙ্গে মিল খুঁজে করা হয় ট্রল। এর জেরে জার্সি বদলে ফেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। তবে বদলে ফেলার পর বিসিবি প্রধান নাজমুল হাসান বললেন, পাকিস্তানের সঙ্গে মিল খোঁজে বের করার কারণ বুঝতে পারছেন না তিনি।
Nazmul Hassan Papon
ফাইল ছবি

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের পতাকার সঙ্গে তাদের ক্রিকেট দলের জার্সির মিল নেই। কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে পতাকার সঙ্গে অমিল থাকায় তোলপাড় উঠে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের জার্সির সঙ্গে মিল খুঁজে করা হয় ট্রল। এর জেরে জার্সি বদলে ফেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। তবে বদলে ফেলার পর বিসিবি প্রধান নাজমুল হাসান বললেন, পাকিস্তানের সঙ্গে মিল খোঁজে বের করার কারণ বুঝতে পারছেন না তিনি। 

আরও পড়ুন- নতুন ডিজাইনে ফিরল লাল, মিলল আইসিসির অনুমোদন

মঙ্গলবার বিকেলে আগের জার্সি বদলে নতুন ডিজাইন দেখান বিসিবি প্রধান। কেবলই সবুজ রঙের বানানো জার্সিটি তিনি নিজে আগে দেখেননি বলে জানান। আগের ডিজাইনে পুরো জার্সিটিই ছিল কলাপাতা সবুজ। কলার ছিল গাঢ় সবুজ। বুকে বাংলাদেশ, পেছনে খেলোয়াড়ের নাম লেখা ছিল সাদা হরফে। জার্সিতে ছিল না লালের ছোঁয়া। নতুন জার্সির বুকের মধ্যে বাংলাদেশ লেখার ব্যাকগ্রাউন্ড রাখা হয়েছে লাল। দুই বাহুতেও রাখা হয়েছে লাল রঙ। ট্রাউজারের স্ট্রাইপেও আছে লাল রঙের ছোঁয়া।

বিতর্ক এড়াতে জার্সি বদলে ফেলার পর বিসিবি প্রধান দেন নিজের অভিমত, ‘প্রথম কথা হচ্ছে অন্যান্য দেশে জাতীয় পতাকার সাথে জার্সির কোনো সম্পর্ক নেই। আপনি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারতকে দেখেন কোথাও নেই। তবে আজকাল বলা হচ্ছে জাতীয় পতাকার কথা। আমাদের ১৯৯৯ সালের বিশ্বকাপের জার্সিতেও কিন্তু কোনো লাল ছিল না। সবুজের সঙ্গে হলুদ ছিল। জার্সির সঙ্গে জাতীয় পতাকার সম্পর্ক টেনে আনা আমার মনে হয় সম্পূর্ণ ভুল ধারণা। এটি আমরা শুরু করেছি, আমরা এটি দিচ্ছি এবং এটি দেয়ার চেষ্টা করে যাবো। অন্যান্য টুর্নামেন্টে যেগুলো জার্সি আছে সেখানে কিন্তু লাল সবুজ সবই আছে।’

তিনি জানান প্রথম ডিজাইনে বুকের বাংলাদেশ লেখার হরফ লাল রঙের করা হয়েছিল। পেছনে ক্রিকেটারদের নাম ও জার্সি নম্বরও ছিল লাল রঙের। কিন্তু আইসিসির ব্রডকাস্টিং নীতিমালার অনুরোধে সেটা বদলে করা হয় সাদা রঙের, ‘আইসিসির অনুরোধেই কিন্তু আমরা লালটি সরিয়েছিলাম। অবশ্যই যখন এটি করেছি তখন অনেক কম সময় ছিল।’

বদল হওয়া জার্সির রঙের সঙ্গে পাকিস্তানের জার্সির মিল খুঁজে সোশ্যাল মিডিয়ায় ট্রলের কারণেই দ্রুত বদল কিনা জানতে চাইলে বোর্ড প্রধান এই তুলনার একেবারেই মানে খুঁজে পাচ্ছেন না,  ‘এখানে পাকিস্তানের পতাকার সঙ্গে তুলনা করার অবকাশই নেই। আমি আপনাদের একটি কথাই বলছি শুধু যে বাংলাদেশ যেখানে লেখা আছে সেখানে পাকিস্তান কীভাবে মনে করবে। টাইগারের ছবি এবং বিসিবির লোগো যেখানে আছে এরপরেও কেউ এটিকে বাংলাদেশ না মনে করে পাকিস্তান মনে করে ওর পাকিস্তানেই থাকা উচিৎ।’

‘এটি তো আসলে আশ্চর্য কথা। তাহলে ধরুন আমি সবুজ ব্যবহার করবো না। হলুদ করলে কি আমরা অস্ট্রেলিয়া হয়ে যাবো, নীল করলে ভারত হয়ে যাবো? এগুলো আসলে বুঝতে পারছি না। এটাই পার্থক্য হচ্ছে যে আমরা আসার পরে শুধু লালটি রেখেছি সবুজের সাথে। এবারই প্রথম লালটি মিসিং ছিল। তবে সেটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি আমরা। সেটি না পারলে না পারতাম। কিন্তু যেহেতু সুযোগ আছে আমরা সেটি করছি।’

Comments

The Daily Star  | English

Hats off to grassroots women torchbearers

Five grassroots women were honoured at the seventh edition of the Unsung Women Nation Builders Award-2023 yesterday evening for their resilience and dedication that empowered themselves and brought about meaningful changes in society.

3h ago