ফখরুলের আসন শূন্য ঘোষণা

জাতীয় সংসদের অধিবেশনের ফাইল ছবি

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। ফলে এই আসনে এখন উপনির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন।

বগুড়া-৬ আসন শূন্য হওয়ার কথা আজ মঙ্গলবার জাতীয় সংসদের বৈঠকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদকে অবহিত করেছেন।

স্পিকার বলেছেন, সংবিধান অনুযায়ী সংসদের প্রথম বৈঠক থেকে ৯০ দিনের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা। কিন্তু তিনি শপথ নিতে অসমর্থ হওয়ায় তার আসনটি শূন্য হয়েছে।

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ঠাকুরগাঁও ও বগুড়া থেকে নির্বাচন করেন। বগুড়া-৬ আসনে তিনি জয়লাভ করেন। তার দলের নির্বাচিত অন্য পাঁচজন এরই মধ্যে শপথ নিয়েছেন। আর নিজে শপথ না নেওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন, কৌশলগত কারণেই দলের সিদ্ধন্তে তিনি শপথ নেওয়া থেকে বিরত থেকেছেন।

Comments

The Daily Star  | English

Trump says US carried out 'very successful attack' on three Iran nuclear sites

"A full payload of BOMBS was dropped on the primary site, Fordow."

Now