ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন, বিশ্বকাপে যাওয়ার আগে মাশরাফি

সকালে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের মূল্য লক্ষ্য অবশ্য বিশ্বকাপ। ত্রিদেশীয় সিরিজের খেলে আয়ারল্যান্ড থেকেই বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাবে মাশরাফি মর্তুজার দল।
Mashrafe Mortaza
ছবি: বিসিবি

সকালে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের মূল্য লক্ষ্য অবশ্য বিশ্বকাপ। ত্রিদেশীয় সিরিজের খেলে আয়ারল্যান্ড থেকেই বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাবে মাশরাফি মর্তুজার দল।

হযরত শাহজালাল  আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার আগে ভক্ত, সমর্থকদের কাছে শুভাশিস চেয়েছেন ক্রিকেটাররা, জানিয়েছেন নিজেদের লক্ষ্যের কথা।

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা

‘সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন। আমরাও নিজেদের সেরাটা দিয়ে ভালো ফলাফল আনতে চেষ্টা করব।’



সৌম্য সরকার

‘এটা আমার দ্বিতীয় বিশ্বকাপ। অবশ্যই আগে থেকে এবার প্রত্যাশাটা বেশি। আগে যেই ভুলটা করেছি সেটা এবার করা যাবে না।’-

রুবেল হোসেন।

‘বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাচ্ছি আমরা। তো অবশ্যই আমাদের প্রথম টার্গেট দ্বিতীয় রাউন্ডে খেলা। আমাদের সবার মধ্যে এই আত্মবিশ্বাস আছে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি।’

সাব্বির রহমান

‘আমাদের দিক থেকে শতভাগ দেওয়ার ইচ্ছা থাকবে। সেরাটা দেওয়ারই চেষ্টা করব।’

মোহাম্মদ মিঠুন

‘দেশের মানুষের কাছে একটাই চাওয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের উপর বিশ্বাস রাখবেন।’

মোসাদ্দেক হোসেন সৈকত

‘অবশ্যই দলের ভূমিকা রাখাটাই বড়। আমরা যদি সেমিফাইনালে যেতে পারি তাহলে আমাদের ইচ্ছা পূরণ হবে।’ 

মোস্তাফিজুর রহমান

‘বিশ্বকাপ আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট। এখানে সবাই খেলতে চায়, সবার লক্ষ্য থাকে ভালো কিছু করার। আমাদের মানসিকতাও সেরকমই। আর ইনজুরি থেকে সেরে উঠছি। এখন পূর্ণ ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী। প্রথম বিশ্বকাপে যাচ্ছি। অনেক উত্তেজিত অবশ্যই।’

মোহাম্মদ সাইফউদ্দিন

‘আসলে শুধু সুযোগ পেলে তো হবে না সুযোগ কাজে লাগাতে হবে। টিম ম্যানেজমেন্ট আমার উপর আস্থা রেখেছে। আমিও চেষ্টা করবো ভালো কিছু করার।’

মেহেদি হাসান মিরাজ

‘বিশ্বকাপ আমাদের জন্য একটা লম্বা সফর। সবার কাছে দোয়া চাই। আপনার আমাদের পাশে থাকবেন।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago