ধর্ষণের অভিযোগে চবি শিক্ষার্থী গ্রেপ্তার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ওই বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মামলার পর আজ বিকেলে নাট্যকলা বিভাগের মাস্টার্সের অভিযুক্ত শিক্ষার্থী মো. কায়কোবাদকে (২২) ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশকে উদ্ধৃত করে দ্য ডেইলি স্টারের চবি সংবাদদাতা জানান, গত রাতে চট্টগ্রামের হাটহাজারি থানায় ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেন চতুর্থ বর্ষের এক ছাত্রী।
অভিযোগকারী ওই ছাত্রী বলেন, তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এক বছরের সম্পর্কের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছে কায়কোবাদ। এমনকি গতকালও তাকে ক্যাম্পাসে মারধর করেছেন কায়কোবাদ।
এদিকে হাটহাজারি মডেল থানার পরিদর্শক শামিম শেখ জাজান, আসামীকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
অভিযুক্ত কায়কোবাদ ভারতীয় টেলিভিশন রিয়েলিটি শো মিরাক্কেলের পারফর্মার ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Comments