ব্রিটেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে সাজা ঘোষণা
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ৫০ সপ্তাহ কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত। জামিনের শর্ত লঙ্ঘন করে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করায় বুধবার তাকে এই দণ্ড দেওয়া হয়। আদালত বলেছেন, অ্যাসাঞ্জ যুক্তরায়ের বিচার ব্যবস্থাকে অসম্মান করেছেন।
গত মাসে ইকুয়েডর দূতাবাসে ঢুকে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। গ্রেপ্তার এড়াতে ২০১২ সালে ওই দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন তিনি।
বিবিসির খবরে জানানো হয়, অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছিল। গ্রেপ্তার করে ব্রিটেন যেন তাকে সুইডেনের হাতে তুলে দিতে না পারে সেকারণেই ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন তিনি। তবে ধর্ষণের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন অ্যাসাঞ্জ।
Comments