বিএনপির ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। স্টার ফাইল ছবি

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির কর্মকাণ্ডই প্রমাণ করে দলটির ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র।

তিনি বলেন, ‘বিএনপির নেতাদের কর্মকাণ্ড প্রমাণ করছে তাদের মধ্যে বিভক্তি স্পষ্ট।’

আওয়ামী লীগের অন্যতম এই মুখপাত্র আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপির নির্বাচিত পাঁচ জন সংসদ সদস্য জাতীয় সংসদে যোগদান করেছেন। কিন্তু দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে যোগদান করেননি। এটাই প্রমাণ করে বিএনপির ভাঙন অনেকটাই নিশ্চিত।

তিনি বলেন, মির্জা ফখরুল তার শপথ না নেয়াকে রাজনৈতিক কৌশল বলে দাবি করেছেন। কিন্তু আমি বলব, এটা তার রাজনৈতিক কৌশল নয়, এটা তাদের অপকৌশল।

হানিফ আরও বলেন, বিএনপি মহাসচিব এ ধরনের অপকৌশল অবলম্বন করে দলের ভাঙন ঠেকিয়ে রাখতে পারবেন না।

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

1h ago