আরও একবার বদলে যেমন দাঁড়াল বাংলাদেশের বিশ্বকাপ জার্সি
বিশ্বকাপের জন্য পুরোপুরি সবুজ জার্সি বানিয়ে প্রবল সমালোচনায় পড়েছিল বিসিবি। লাল না থাকায় নানা বিতর্কের পর লাল জুড়ে দিয়ে নতুন জার্সি চূড়ান্তও করা হয়েছিল। তবে এখন দলের স্পন্সর ইউনিলিভারের আপত্তিতে আরেক দফা বদল এলো জার্সিতে।
বর্তমান সবুজ জার্সির বুকে বাংলাদেশ লেখার ব্যাকগ্রাউন্ডে লাল ও লেখার রঙ আগের মতই সাদা আছে। তবে দুই হাতের লাল স্ট্রাইপ সরিয়ে দেওয়া হয়েছে। তার কারণ হিসেবে জানা গেছে দলের স্পন্সর ইউনিলিভার নতুন ডিজাইনে জানিয়েছিল আপত্তি। আইসিসি টুর্নামেন্টে দলের প্রত্যেক দলের স্পন্সরের লোগো থাকবে বাহুতে। বাংলাদেশ দলের স্পন্সর ইউনিলিভারের পণ্য লাইফবয়ের লোগোর রঙও লাল, তাই বাহুতে লাল স্ট্রাইপ দিয়ে নতুন ডিজাইন করায় রবি লোগো আড়ালে পড়ে গিয়েছিল।
সর্বশেষ চূড়ান্ত করা জার্সিতে বাম বাহুতে থাকছে রবির লোগো।
বিসিবি জানায়, শুরুতে জার্সির সামনের অংশে বাংলাদেশ লেখা, পেছনে খেলোয়াড়ের নাম ও নম্বরের রঙ রাখা হয়েছিল লাল। তবে আইসিসির ব্রডকাস্টিং নীতিমালার অনুরোধে লেখার রঙ বদলে করা হয় সাদা। সেকারণেই জার্সি থেকে পুরোপুরি বাদ পড়ে যায় লাল রঙ। সমালোচনার পর লাল রঙ ফিরিয়ে নতুন ডিজাইন করা হলে বাহুর লাল রঙ স্পন্সরের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাওয়ায় সেটাও বদলাতে হলো বিসিবিকে।
সবুজ জার্সিতে তিন দফা বদল এলেও। বিকল্প জার্সি হিসেবে শুরু থেকেই চূড়ান্ত হওয়ায় লাল জার্সির ডিজাইন একই থাকছে। লাল জার্সিতে বুকের মধ্যে বাংলাদেশ লেখার ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছে সবুজ রঙ। দুই বাহুতে আছে সবুজ স্ট্রাইপ। বাম বাহুতে সেই সবুজ স্ট্রাইপের উপরেই বসানো হয়েছে লাইফবয়ের লাল রঙের লোগো।
Comments