লাওস কোচের দৃষ্টিতে সম্ভাবনা সমান সমান

চেনা কন্ডিশন ও নিজেদের দর্শকের সামনে খেলা বলেই বাংলাদেশকে এগিয়ে রাখলেন দলের কোচ গোলাম রব্বানি ছোটন। কিন্তু নিজেদের পিছিয়ে রাখেননি লাওস দলের কোচ ভোংমিসাই সোবোয়াখেম। দুই দলেরই সমান সম্ভাবনা দেখছেন এ কোচ। তার যুক্তিটাও দিয়েছেন তিনি।
ছবি: ফিরোজ আহমেদ

চেনা কন্ডিশন ও নিজেদের দর্শকের সামনে খেলা বলেই বাংলাদেশকে এগিয়ে রাখলেন দলের কোচ গোলাম রব্বানি ছোটন। কিন্তু নিজেদের পিছিয়ে রাখেননি লাওস দলের কোচ ভোংমিসাই সোবোয়াখেম। দুই দলেরই সমান সম্ভাবনা দেখছেন এ কোচ। তার যুক্তিটাও দিয়েছেন তিনি।

'সাধারণত স্বাগতিক দলের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। তবে সুবিধার দিক হচ্ছে আমাদের দলের মেয়েরা অনেক এএফসি টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিকদের সঙ্গে ভালো খেলার অভিজ্ঞতা আছে। আমরা এবারও আত্মবিশ্বাসী। আমি মনে করি দু’দলই চাইবে শিরোপাটা জিততে। এখানে দু’দলেরই সমান সম্ভাবনা রয়েছে।' - সংবাদ সম্মেলনে এমনটাই বললেন ভোংমিসাই।

পুরো আসরে দুর্দান্ত ফুটবল খেলছে লাওস। প্রথম ম্যাচ মঙ্গোলিয়াকে হারায় ৫-০ গোলে। পরের ম্যাচ তাজিকিস্তানের বিপক্ষে জয় ব্যবধান আরও বড়। ৬-০ গোলের। সেমিফাইনালেও কিরগিজস্তানকে উড়িয়ে ৭-১ গোলের জয় পায়। তিন ম্যাচে ১৮টি গোল করা দলটি তাই ভালো কিছু আশা করতেই পারে। কোচও জয়ের ব্যাপারে আশাবাদী।

দলের অন্যতম সেরা খেলোয়াড় পে রয়েছেন দুর্দান্ত ছন্দে। তিন ম্যাচেই গোল দিয়েছেন আটটি। বাংলাদেশের শিরোপা স্বপ্নে বড় বাধা এ তরুণীই। ফাইনালেও তার কাছ থেকে এমন কিছু আশা করছেন ভোংমিসাই, 'এই আসরে এটা যেহেতু শেষ ম্যাচে সেহেতু আমি মনে করি পে’ও চাইবে তারা সেটা দিয়েই দলকে সহায়তা করতে।'

বাংলাদেশের সবগুলো ম্যাচ দেখেছেন তারা। দলের শক্তির দিকের পাশাপাশি দুর্বলতাটাও চোখে পড়েছে তাদের। কোচের ভাষায়, 'বাংলাদেশের ম্যাচগুলো দেখে মনে হয়েছে এ দলের বেশ ক’জন ভাল খেলোয়াড় আছে। ম্যাচটা তাই সহজ হবে না আমাদের জন্য। তবে আমার খেলোয়াড়দের উপর বিশ্বাস আছে। তারাও প্রতিভাবান। মাঠে তারাও প্রতিটি ক্ষেত্রে সেটা বুঝিয়ে দেবে আশা করছি। বাংলাদেশের শক্তির দিক টিমওয়ার্ক ও ফরম্যাশন। এমনিতে সবদিক দিয়েই তারা ভাল কেবল ফিনিশিংয়ে কিছুটা দুর্বলতা চোখে পড়েছে।'

নিজেদের ফুটবল ইতিহাসে এখনও কোচ শিরোপা জেতেনি লাওস। এমনকি ফাইনালও খেলছে প্রথমবার। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ তাই তাদের জন্য বিশেষ কিছু। আর ইতিহাস গড়তে প্রস্তুতিটাও দারুণ হয়েছে বলে জানান লাওস কোচ, 'সেমিফাইনালে যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম ফাইনালে ওঠার, সেটা পূরণ হয়েছে। আমরা এখন শতভাগ প্রস্তুত ফাইনাল খেলার জন্য।'

Comments