উড়িষ্যায় আঘাত হেনেছে ‘ফণী’, বাতাসের গতি ঘণ্টায় ১৭৫ কিমি

Fani hits Puri
৩ মে ২০১৯, ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরে ‘ফণী’-র আঘাত। ছবি: রয়টার্স

ভারতের উপকূলীয় রাজ্য উড়িষ্যাতে আঘাত করেছে প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ফণী’। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।

আজ (৩ মে) সকালে ঘূর্ণিঝড়টি আঘাত করার পর তা দুপুর পর্যন্ত অবস্থান করবে বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন উড়িষ্যা রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার বিষ্ণুপদ শেঠি।

এদিকে, ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কতা বিভাগ জানিয়েছে ‘ফণি’-র বাতাসের গতিবেগ বেড়ে ২০০ কিলোমিটার থেকে ২৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

গ্রীষ্মকালীন ঝড় হিসেবে গত ৪৩ বছরে সবচেয়ে শক্তিশালী ‘ফণি’-র হাত থেকে বাঁচাতে ভারতীয় সরকার ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এছাড়াও, যারা আশ্রয়কেন্দ্রে আসেননি তাদেরকে ঘরের মধ্যেই অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকের কার্যালয় থেকে আজ সকালে বলা হয়, “রাজ্যের উপকূলীয় জেলাগুলো থেকে দশ লাখের বেশি মানুষকে গত ২৪ ঘণ্টায় সরিয়ে নেওয়া হয়েছে। তাদের খাবারের জন্যে পাঁচ হাজারের মতো রান্নাঘরের ব্যবস্থা করা হয়েছে।”

আরও পড়ুন:

উড়িষ্যায় তাণ্ডব চালাচ্ছে ‘ফণী’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ মে’র পরীক্ষা স্থগিত

পশ্চিমবঙ্গে সতর্কতা জারি, রাতে কলকাতা বিমানবন্দর বন্ধ

পটুয়াখালীর ১০ গ্রাম প্লাবিত

উপকূল ধরেই পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ‘ফণী’

মধ্যরাতে মূল আঘাত

Comments

The Daily Star  | English
rohingya-migration

Persecuted by Arakan Army, Rohingyas fleeing to Bangladesh

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

42m ago