জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের পরীক্ষাও স্থগিত
ঘূর্ণিঝড় ফণীর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আগামীকাল রোববারের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ নিয়ে আজ শনিবারসহ দুদিন পরীক্ষা বন্ধ রাখল জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফায়জুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।
ঘূর্ণিঝড় ফণীর কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে গতকাল শুক্রবার ‘অনিবার্য কারণ’-এর কথা বলে শনিবারের সকল পরীক্ষা স্থগিতের ঘোষণা এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরফে। তবে আজ জানানো হয় যে ফণীর কারণেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
অন্যদিকে শনিবারের উচ্চমাধ্যমিক ও সমমানের যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল সেই পরীক্ষা আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে।
Comments