‘প্রস্তুতিমূলক টুর্নামেন্টে’ নামার আগেও প্রস্তুতি ম্যাচে নামছে বাংলাদেশ
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টটাই আয়োজন করা হয়েছে বিশ্বকাপের প্রস্তুতি নিতে। সেই প্রস্তুতিমূলক টুর্নামেন্টের নামার আগেও একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু দিন যখন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক আয়ারল্যান্ড, তখন আয়ারল্যান্ড উলভসের (এ-দল) বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামবেন মাশরাফি মর্তুজারা।
আয়ারল্যান্ড উলভের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় শুরু হবে ডাবলিনের দ্য হিলস ক্রিকেট গ্রাউন্ডে। এই দলের বিপক্ষে শেষবার আয়ারল্যান্ড সফরে অবশ্য একটি সুখস্মৃতি আছে বাংলাদেশের। সেবার এদের বিপক্ষে ৩৯৫ রান করে ১৯৯ রানে জিতেছিল বাংলাদেশ।
ত্রিদেশীয় টুর্নামেন্টের উদ্বোধনী দিন যখন ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে তাদের জাতীয় দল, তখন এ-দল খেলবে বাংলাদেশের বিপক্ষে। টেস্ট খেলুড়ে দেশ হয়ে এবার বিশ্বকাপ খেলতে পারছে না আইরিশরা। তবে একসঙ্গে এত ক্রিকেটারকে সর্বোচ্চ পর্যায়ের দলের বিপক্ষে চেখে দেখতে মুখিয়ে আছেন আইরিশ প্রধান নির্বাচক আন্ড্রু হোয়াইট, ‘আসলে এমন সুযোগ তো কমই আসে আমাদের সামনে।বিশ্বমানের দুই দলের বিপক্ষে আমাদের সেরা ২২ ক্রিকেটার খেলবে একই দিনে। তাদের পারফরম্যান্স যাচাই করতে পারব।’
এদিকে টুর্নামেন্ট শুরুর আগের দিন তিন অধিনায়ক মাশরাফি মর্তুজা, জেসন হোল্ডার আর উইলিয়াম পোর্টারফিল্ড আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেছেন। এই টুর্নামেন্টের স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশেরই ইলেক্টট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।
আয়ারল্যান্ড উলভস: হ্যারি টেক্টরের (অধিনায়ক) মার্ক এডেইর, জেমস ক্যামেরন-ডো, পিটার চেজ, স্টিফেন ডোহেনি, শেন গেটকাটে, ট্রাইওন কেন, নেইল রক, জেমস শ্যানন, সিমি সিংহ, জ্যাক টেক্টর ও ক্রেইগ ইয়াং.
ত্রিদেশীয় টুর্নামেন্টের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।
Comments