সারাদেশে নৌচলাচল শুরু
প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ফণী’-র কারণে তিনদিন বন্ধ থাকার পর আজ (৫ মে) সকালে সারাদেশে আবার নৌচলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লুটিএ)-এর সচিব কাজী ওয়াকিল নওয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ সকাল ৭টা থেকে নৌচলাচল শুরু হয়েছে।
‘ফণী’-র কারণে গত ২ মে সারাদেশে নৌচলাচল বন্ধ ঘোষণা করেছিলো বিআইডব্লুটিএ।
গতকাল সামুদ্রিক ঝড়টি দুর্বল হয়ে বাংলাদেশে আঘাত হানে। সেসময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। খুলনা ও রাজশাহী অঞ্চলে প্রায় ১০ ঘণ্টা অবস্থানের পর ঝড়টি ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের দিকে চলে যায়।
এদিকে, আজ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশে বাংলাদেশর উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আরও পড়ুন:
Comments