‘দুর্নীতির দায়ে’ ইরানের রাষ্ট্রপতি রুহানির ভাই কারাগারে

Hossein Fereidoun
ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানির ভাই এবং তার ঘনিষ্ঠ উপদেষ্টা হোসেন ফেরেইদুন। ছবি: এপি ফাইল ফটো

ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানির ভাই এবং তার ঘনিষ্ঠ উপদেষ্টা হোসেন ফেরেইদুনকে ‘দুর্নীতির দায়ে’ কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ।

আইআরএনএ-এর বরাত দিয়ে গতকাল (৪ মে) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়। তবে ইরানের আদালত রুহানির ভাইকে কতোদিনের সাজা দেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি।

বিচারিক কর্মকর্তা হামিদরেজা হোসেইনি আইআরএনএ’কে বলেন, “কয়েকটি অভিযোগে হোসেইনি ফেরেইদুনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তবে তাকে কারাগারে পাঠানো হয়েছে অন্য অভিযোগে।”

হোসেইনির যেহেতু আবেদন করার সুযোগ রয়েছে তাই তার সাজার ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেন বিচারিক কর্মকর্তা।

রুহানির ভাই হোসেইনিকে ২০১৭ সালে আটক করা হয়। তারপর থেকে তিনি জামিনে রয়েছেন। গত ফেব্রুয়ারিতে হোসেইনিসহ ছয়জনের বিচার শুরু হয়।

রুহানির সমর্থকদের দাবি, হোসেইনির সাজা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রুহানিকে অপমানিত করার জন্যে দেশটির কট্টরপন্থিদের দ্বারা নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা তার ভাইকে এমন সাজা দিয়েছে। তবে আদালত এমন অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে- এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, একজন বিশিষ্ট কূটনীতিবিদ হোসেইনি ২০১৫ সালে ইরানের সঙ্গে বিশ্বশক্তিগুলোর পরমাণু চুক্তির সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Comments

The Daily Star  | English

NCP to announce 'July manifesto' on Aug 3: Nahid

Central NCP leaders held a rally in Bogura today as part of their month-long "July March to Build the Nation" rally

24m ago