'দেম্বেলের ইনজুরি বার্সেলোনার জন্য বড় আঘাত'

ছবি: এএফপি

আরও একবার ইনজুরিতে পড়েছেন বার্সেলোনার ফরাসী তারকা ওসমান দেম্বেলে। তার হ্যামস্ট্রিংয়ের ইনজুরি দলের জন্য নিঃসন্দেহে বড় আঘাত। মৌসুমের শেষদিকের গুরুত্বপূর্ণ সময়ে তাকে খুব বেশি প্রয়োজন দলের। আর তার ইনজুরি দুর্ভাগ্য বয়ে আনতে পারে বলেও অনেক ফুটবল বোদ্ধাদের ধারণা। তবে দলের কোচ এরনেস্তো ভালভার্দে এটাকে বড় আঘাত হিসেবে মানছেন।

লালিগার শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় দ্বিতীয় সারির দল নিয়ে সেল্তা ভিগোর মাঠে নেমেছিল বার্সেলোনা। তবে প্রথম একাদশে ছিলেন দেম্বেলে। কিন্তু খেলতে পেরেছেন মাত্র পাঁচ মিনিট। ষষ্ঠ মিনিটে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। অথচ হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে কদিন আগেই মাঠে ফিরেছেন। ফিরতে না ফিরতে আবারো একই ইনজুরিতে পরলেন এ ফরাসী। আর দ্বিতীয় সারির বার্সা কুলিয়ে উঠতে পারেনি সেল্তা ভিগোর সঙ্গে। ২-০ গোলের ব্যবধানে হারে দলটি।

দেম্বেলের চোট কতটা গুরুতর তা অবশ্য এখনও জানায় ক্লাব কর্তৃপক্ষ। রোববার পরীক্ষা নিরীক্ষার বিস্তারিত জানাবে। তবে এ চোটকে বেশ বড় আঘাত মানছেন ভালভার্দে, 'দেম্বেলে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। এর আগে দলের জন্য এটা বড় একটা আঘাত।'

দেম্বেলের ইনজুরি ভয় পাইয়ে দিয়েছে কোচকে। আর ভয়টা এতোটাই যে দেম্বেলে ইনজুরিতে পড়ার পর তার জায়গায় ফিলিপ কৌতিনহোকে নামানোর সাহস দেখাননি তিনি। সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকারও করেছেন তিনি, 'আমি তার (দেম্বেলে) পরিবর্তে ফিলিপ কৌতিনহোকে মাঠে নামানোর ঝুঁকি নিতে চাইনি।'

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের ফিরতি লেগে লিভারপুলের আতিথেয়তা নেবে বার্সেলোনা। তিন গোলের লিড থাকলেও ম্যাচটি অ্যানফিল্ডে বলেই বড় দুশ্চিন্তা বার্সেলোনা। তাছাড়া গত আসরের স্মৃতিও ভালো নয়। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্দ পিকেসহ নিয়মিত একাদশের আট জনকে বিশ্রাম দেন কোচ।

Comments

The Daily Star  | English

US at war with Iran's nuclear programme, not Iran: JD Vance

Iran's top security body to decide on Hormuz closure following parliament approval

12h ago