থ্রিলার অ্যাকশন দিয়ে সিয়ামের বছর শুরু
চার মাস চলে গেলেও একটি থ্রিলার অ্যাকশন ছবিতে অভিনয়ের মাধ্যমে বছর শুরু করতে যাচ্ছেন বর্তমান সময়ের আলোচিত নায়ক সিয়াম আহমেদ। ছবির নাম ‘শান’। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে।
এম রাহিম পরিচালিত ‘শান’-এ আরও অভিনয় করছেন পূজা চেরী এবং ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত তাসকিন রহমান।
সিয়াম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এ বছর ‘শান’ দিয়েই সিনেমার প্রথম কাজ শুরু করতে যাচ্ছি। এটি হবে অ্যাকশন থ্রিলার ছবি। যেখানে একটি বাহিনীর কর্মকর্তা হিসেবে আমাকে দেখা যাবে। এ জন্য নিজেকে প্রস্তুত করছি। ফাইটিংয়ের খুঁটিনাটি রপ্ত করছি। আগামী ২০ মে থেকে দেড় মাসের শিডিউল বরাদ্দ রেখেছি ‘শান’-এর জন্য।”
সব মিলিয়ে খুব ভালো একটি কাজ হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সিয়াম অভিনীত ‘পোড়ামন-২’, ‘দহন’ ও ‘ফাগুন হাওয়া’ নামে তিনটি ছবি মুক্তি পেয়েছে।
Comments