যেভাবে জানা যাবে এসএসসির ফল

২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে সহজেই জানা যাবে। আজ (৬ মে) ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের পরই এটি জানা যাবে। এছাড়াও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং ওয়েবসাইটের মাধ্যমেও পাওয়া যাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল।
Capture

২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে সহজেই জানা যাবে। আজ (৬ মে) ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের পরই এটি জানা যাবে। এছাড়াও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং ওয়েবসাইটের মাধ্যমেও পাওয়া যাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল।

মোবাইল ফোনের মাধ্যমে এসএসসির ফল পেতে যে কোনো মোবাইল থেকে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন বর্ণ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2019 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) ফলাফল পাওয়া যাবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। শিক্ষামন্ত্রী সকাল সাড়ে ১০টায় ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরলেও নিজ নিজ কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে দুপুর ১২টার দিকে।

 

 

Comments

The Daily Star  | English

Nothing wrong if people think new political party needed: Tarique

Only free, fair polls can ensure direct partnership between people and state, says BNP acting chairman

39m ago