ইরানকে বার্তা দিতে মধ্যপ্রাচ্যে রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর কারণ হিসেবে বলা হয়েছে, ‘ইরানকে পরিষ্কার সতর্ক বার্তা’ দেওয়ার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, ইরানের তরফ থেকে হুমকি রয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হতে পারে এমন শঙ্কা রয়েছে। যদি এরকম কিছু ঘটে তবে তার কঠোর জবাব দেওয়া হবে ইরানকে।
হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বোল্টন বলেন, “যুক্তরাষ্ট্র তার সেন্ট্রাল কমান্ড ফোর্স অঞ্চলে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও একটি বোম্বার টাস্ক ফোর্স মোতায়েন করেছে। এটি ইরানের জন্য একটি পরিষ্কার সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের স্বার্থ বা বন্ধু রাষ্ট্রে কোনো ধরনের হামলা হলে নির্মমভাবে জবাব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছে যুদ্ধ চাইছে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের উস্কানিমূলক কোনো হামলা হলে জবাব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরিভাবে তৈরি রয়েছে। ছায়া যুদ্ধের আশ্রয় নিলেও ইরান তার জবাব পাবে।
Comments