ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামার আগে শীতে কাবু বাংলাদেশ
দেশে ৩৫-৩৬ এমনকি ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুশীলন করে আয়ারল্যান্ডে খেলতে গিয়েছে বাংলাদেশ। তীব্র গরম থেকে উড়ে গিয়ে মাশরাফি মর্তুজারা অভ্যর্থনা পেয়েছেন ১০-১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হাড় কাঁপানো শীতের। ত্রিদেশীয় সিরিজে নামার আগে তাই প্রতিপক্ষের চেয়ে নিজেদের শরীর মানিয়ে নেওয়াই কঠিন চ্যালেঞ্জ দেখছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা।
মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে বাংলাদেশ। যারা খর্ব শক্তির দল নিয়ে এসেও প্রথম ম্যাচে আইরিশদের রীতিমতো তুলোধুনো করেছে। তবে ক্যারিবিয়ানদের নিয়ে ভাবাভাবি তো পরে, আইরিশ হাওয়া নিয়েই তো নাজেহাল দশা বাংলাদেশের।
এমনিতে তাপমাত্রা কম, তার উপর বইছে শীতল হাওয়া। যা হাড়ে এসে দিচ্ছে ঝাঁকুনি। প্রথম ম্যাচে নামার আগে শরীরকে এই ঠাণ্ডায় মানিয়ে নেওয়ার আশা ছেড়ে দিয়েছেন অধিনায়ক মাশরাফি। কেবল মনের জোরেই ভরসা তার, ‘আমার কাছে মনে হয় না এই ঠাণ্ডা আমাদের এডজাস্ট হবে। এখানে যারা থাকে তারাও স্ট্রাগল করে ঠান্ডার সঙ্গে। মানিয়ে নেওয়ার সুযোগ নেই। মানসিকভাবে শক্ত হতে হবে। দিনশেষে খেলতে নেমে ঠান্ডা কেমন, এটা কোন অজুহাত হবে না।’
ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, এভিন লুইস, শেমরন হেটমায়ারদের মতো বিশ্বকাপ স্কোয়াডে থাকা তারকাদের ছাড়াই এই টুর্নামেন্ট খেলছে ক্যারিবিয়ানরা। কিন্তু প্রথম ম্যাচে শেই হোপ আর জন ক্যাম্পবেল উদ্বোধনী জুটির বিশ্বরেকর্ড গড়ে সেই অভাব বুঝতে তো দেনইনি, উলটো আইরিশদের গুঁড়িয়ে দেখিয়েছেন দাপট।
অথচ ওইদিনেই উলটো দশা হয়েছে বাংলাদেশের। আয়ারল্যান্ড- এ দলের (উলভস) বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই পেতে হয়েছে বড় হারের স্বাদ। তবে প্রস্তুতি ম্যাচে নিজেদের অবস্থা নিয়ে কোন উদ্বেগ নেই অধিনায়কের। বরং মূল ম্যাচে কাজগুলো ঠিকঠাক করতে পারছেন কিনা তার উপর জোর তার, ‘ওয়েস্ট ইন্ডিজের কিছু খেলোয়াড় আছে যারা, আমরা জানি এক হাতে খেলতে পারে। শেই হোপের বিপক্ষে দেশের মাঠেও আমাদের ভুগতে হয়েছে, ড্যারেন ব্রাভো আছে। আরও কিছু খেলোয়াড় আছে যে ভালো। ওদের পেস আক্রমণও ভালো। কাল ওরা ভাল একটা ম্যাচ খেলেছে। আমরাও প্রস্তুতি ম্যাচ খেলেছি। কাল (মঙ্গলবার) আমাদের কাজগুলো ঠিকভাবে প্রয়োগ করছি কি না সেটা দেখাতে হবে।’
Comments