‘আমার মৃত্যুর পর কেউ যেন না কাঁদে’

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে দেশের সংগীতাঙ্গণে নেমে এসেছে শোকের ছায়া। আজ (৭ মে) সকালে দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে আলাপকালে শোক প্রকাশের পাশাপাশি সুবীর নন্দীর স্মৃতিচারণ করেছেন স্বনামধন্য সংগীতশিল্পী ফাহমিদা নবী।
Subir Nandi Photo
সুবীর নন্দী। ছবি: ফাহমিদা নবীর ফেসবুক থেকে নেওয়া

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে দেশের সংগীতাঙ্গণে নেমে এসেছে শোকের ছায়া। আজ (৭ মে) সকালে দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে আলাপকালে শোক প্রকাশের পাশাপাশি সুবীর নন্দীর স্মৃতিচারণ করেছেন স্বনামধন্য সংগীতশিল্পী ফাহমিদা নবী।

এছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফাহমিদা লিখেছেন, “আরো একটি নক্ষত্রের বিদায়...!

সুবীর কাকার সাথে আমি আর সুমা ‘ফেরারি বসন্ত’ ছবিতে গান করেছিলাম।

‘আমি কাটার ভুবনে

আলোর পিয়াসি

সুরের আগুনে পুড়ি

এক নতুন পৃথিবী গড়ি...’

ছবিতে বাবা এবং দুই কন্যার কণ্ঠে গানটি ছিলো।। আব্বার গানের ভক্ত ছিলেন, আব্বাকে অনুসরণ করতেন। তাই অ্যালবাম সাজিয়েছিলেন বাবার ১০ গানটি গান দিয়ে। সেই তখন থেকে কাকার প্রতি ভক্তি ছিলো বাবা-সন্তানের মতো। মা বলে ডাকতেন। তার একমাত্র সন্তান মৌ-কে যেমন করে ডাকতেন তেমনি করে ভালোবাসতেন আমাদেরও।

কাকাকে কখনো না বলতে শুনিনি।

আমার উপস্থাপনায় ‘সুরের আয়না’র প্রথম পর্ব কাকা করেছিলেন। সেই পর্ব করতে গিয়ে কাকাকে নানান কথা বলতে গিয়ে বলেছিলাম- কাকা একটা ইচ্ছার কথা বলেন... একটু আবেগ ভরা কণ্ঠে বলেছিলেন... “আমার শেষ ইচ্ছা- আমার মৃত্যুর পর কেউ যেন না কাঁদে, আমি চাই আমার শবদেহের পাশে সবাই যেন আমাকে গান শোনায়!”

সঙ্গীত পাগল মানুষটি গান গান করেই কাঁদিয়ে চিরবিদায় নিলেন! শুধু গান গাইলেই শিল্পী হয়ে মানুষের মনে জায়গা করা যায় না। বিনয়ী, ধৈর্যশীল, রুচিশীল এবং নিরহংকারী হতে হয়। সুবীর কাকা তাই ছিলেন একজন প্রকৃত শিল্পী। তাইতো আজ তার ভক্তরা কাঁদছেন!

কাকা- আপনার গান বাঁচিয়ে রাখবে আপনাকে। সুবীর নন্দী কাকার পরিবারের সাথে আমরাও সমব্যথিত তার এই অকাল মৃত্যুতে। অত্যন্ত প্রিয় বিনয়ী শিল্পীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। যেখানেই থাকুন শান্তিতে থাকুন।”

Comments

The Daily Star  | English

77.78% students pass HSC, equivalent exams

A total of 77.78 percent students passed this year’s Higher secondary Certificate (HSC) and equivalent examinations

1h ago