ওয়াসার পানি নিয়ে গণশুনানি

রাজধানীতে পানি সরবরাহের দায়িত্বে থাকা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ওয়াসার পানি নিয়ে ‘নিরাপদ পানি: ওয়াসার দাবি ও জনগণের অভিজ্ঞতা’ শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
Mass Hearing Wasa
৭ মে ২০১৯, ওয়াসার পানি নিয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণশুনানি অনুষ্ঠিত হয়। ছবি: স্টার

রাজধানীতে পানি সরবরাহের দায়িত্বে থাকা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ওয়াসার পানি নিয়ে ‘নিরাপদ পানি: ওয়াসার দাবি ও জনগণের অভিজ্ঞতা’ শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ (৭ মে) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘ওয়াসার নিরাপদ পানি আন্দোলন’ ব্যানারে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে এই আন্দোলন প্লাটফর্মের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, “প্রয়োজনে জীবন দেব। ওয়াসার সুপেয় পানি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।”

ওয়াসার এমডিকে শরবত খাওয়াতে যাওয়ার পরে জুরাইন এলাকায় পানির সঙ্কট আরও বেড়েছে। কিছু কিছু এলাকায় কালো পানি আসছে বলেও জানান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য রহিম হোসেন প্রিন্স, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী, মাহবুব খোকন নামের একজন জুরাইনবাসী এসময় উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

6h ago