লিভারপুল-বার্সেলোনা ম্যাচে মরিনহোর ভবিষ্যদ্বাণী
ওয়ান্দা মেত্রোপলিতানোর পথে প্রথম লেগে বড় ব্যবধানে জিতে এগিয়ে আছে বার্সেলোনা। কিন্তু তারপরও বাদ পড়ার শঙ্কা উড়িয়ে দিতে পারছে না দলটি। কারণ গত মৌসুমেও এমনি তিন গোলে এগিয়ে থেকেও বিদায় নিয়েছিল তারা। তবে চলতি মৌসুমে এমন কিছু ঘটার সম্ভাবনা দেখছেন না রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ হোসে মরিনহো। স্প্যানিশ ক্লাবটিকেই ফাইনালে দেখছেন তিনি।
ওল্ড ট্রাফোর্ড থেকে বিদায় নেওয়ার পর এখনও কোথাও স্থায়ী চাকুরী নেননি মরিনহো। তবে বিইন স্পোর্টসে ফুটবল পণ্ডিত হিসেবে নিয়মিতই মতামত দিচ্ছেন এ স্পেশাল ওয়ান। আর তার মতামত যথেষ্ট আগ্রহ নিয়ে দেখছেন ভক্তরা। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল নিয়ে লিভারপুল সমর্থকদের হতাশই করেছেন এ পর্তুগিজ কোচ।
আর নিজের মতামতের পেছনে যুক্তিটাও তুলে ধরেছেন মরিনহো। ন্যু ক্যাম্পে একটি অ্যাওয়ে গোল আদায় করে নিতে পারলে ম্যাচটি দুই দলের জন্যই উন্মুক্ত হত বলে মনে করেন এ পর্তুগিজ কোচ, ‘যখন এটা ২-০ ছিল তখনও আমি ভেবেছিলাম এটা উন্মুক্ত। যখন তারা (লিভারপুল) শেষ দিকে একটা সহজ সুযোগ মিস না করলে ৩-১ ব্যবধান হলেও সুযোগ ছিল। কিন্তু ৩-০ কিন্তু ৩-০ই।’
তবে অ্যানফিল্ডে লিভারপুল কতটা শক্তিশালী ফুটবল খেলে টা জানেন মরিনহো। কিন্তু শেষ পর্যন্ত বার্সাকেই এগিয়ে রেখেছেন তিনি, ‘আমি জানি অ্যানফিল্ডে লিভারপুল যথেষ্ট শক্ত একটা দল। তাদের দলটাও ভাল। কিন্তু যদি বার্সেলোনা একটা গোল দেয় তাহলে লিভারপুলকে ৫টি গোল দিতে হবে। আমার মনে এটা খুব বেশি এবং বার্সেলোনা দল অনেক ক্ষুধার্ত। মেসি সবাইকে টেনে তুলছে। সে সবাইকে উজ্জীবিত করছে। আমার মনে বার্সেলোনাই ফাইনাল খেলবে।’
গত মৌসুমে রোমার বিপক্ষে প্রথম লেগে ৪-১ গোলে এগিয়ে থেকেও কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল বার্সা। রোমার মাঠে গিয়ে ০-৩ গোলের ব্যবধানে হারে তারা। তাই এবারও সে শঙ্কাটা কাটছে না। কিন্তু নেবি কেইটা, মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনোর ইনজুরি ব্যাকফুটে নিয়ে গেছে লিভারপুলকে। অন্যথায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা হতে পারতো বলে মনে করেন মরিনহো। তবে আরেক সেমি-ফাইনালে টটেনহ্যাম পিছিয়ে থাকলেও সে ম্যাচটি এখনও উন্মুক্ত বলে মনে করছেন তিনি।
Comments