তানিয়ার মৃত্যু: ময়নাতদন্তে মিলল ধর্ষণের আলামত
কিশোরগঞ্জের কাটিয়াদীতে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল বলে ময়নাতদন্তে আলামত পেয়েছেন চিকিৎসকরা।
ঢাকায় ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর শাখায় নার্স হিসেবে কর্মরত তানিয়া কিশোরগঞ্জে বাড়িতে যাওয়ার পথে সোমবার রাতে মারা যায়। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই দাবি করা হচ্ছিল, তানিয়ার স্বাভাবিক মৃত্যু হয়নি বরং তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এখন পরিবারের দাবির সত্যতাই প্রমাণিত হচ্ছে।
আলামত বিশ্লেষণ করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ড. সজীব ঘোষ ময়নাতদন্ত করেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন হাবিবুর রহমান বলেন, ক্ষত স্থান থেকে বোঝা যায় শাহিনুরের সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল। তার মাথার পেছনের হাড় ও খুলি ভেঙে গিয়েছিল। মাথার ক্ষত থেকে রক্তক্ষরণের কারণেই সম্ভবত তার মৃত্যু হয়।
ডাক্তারদের উদ্ধৃত করে সিভিল সার্জন আরও বলেন, শাহিনূরের গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়েছিল।
Comments