হাফ ভাড়া দেওয়ায় কলেজছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে দিয়েছে হেলপার

হাফ ভাড়া দেওয়ায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় জুবায়ের পাঠান (২০) নামে এক কলেজছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে দিয়েছে হেলপার।
Habiganj Student
আহত কলেজছাত্র জুবায়ের পাঠান। ছবি: সংগৃহীত

হাফ ভাড়া দেওয়ায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় জুবায়ের পাঠান (২০) নামে এক কলেজছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে দিয়েছে হেলপার।

গতকাল (৮ মে) বেলা ১২টার দিকে বাহুবল উপজেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

জুবায়ের পাঠান জেলার মাধবপুর উপজেলার কৃষ্ণনগর এলাকার মো. ছমেদ পাঠানের ছেলে। তিনি বাহুবলের মিরপুর ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

আহত জুবায়ের জানান, মাধবপুর থেকে মিরপুরে কলেজে যাওয়ার উদ্দেশে তিনি মিতালী পরিবহনের একটি বাসে ওঠেন। শিক্ষার্থী হিসেবে জুবায়ের হাফ ভাড়া দেওয়ায় বাসের হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর বাসটি মিরপুর কলেজের সামনে পৌঁছালে গতি কমিয়ে বাসের হেলপার তাকে লাফ দিয়ে নামতে বলেন। এ সময় জুবায়ের বাস থেকে নামতে না চাইলে হেলপার তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর বাসটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

আহত জুবায়েরের বাবা বলেন, এ ব্যাপারে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, এ ঘটনার পরপর ওই কলেজের শিক্ষার্থীরা এসে মহাসড়ক বিক্ষোভ করে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, বিষয়টি নিয়ে বিকালে আমি কলেজের অধ্যক্ষ এবং ওই কলেজছাত্রের বাবার সঙ্গে কথা বলেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে জুবায়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

2h ago