পাটকল শ্রমিকদের আন্দোলন চলছে

Jute mill workers
৯ মে ২০১৯, ঢাকার ডেমরার সুলতানা কামাল সেতুর কাছে লাঠি হাতে পাটকল শ্রমিকরা। ছবি: রাশেদ সুমন

বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা আজ (৯ মে) চতুর্থ দিনের মতো তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

ঢাকার ডেমরার লতিফ বাওয়ানী পাটকল এবং করিম পাটকলের কয়েক হাজার শ্রমিক সকাল থেকে তাদের দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ করে যাচ্ছে।

লাঠি হাতে বকেয়া বেতন এবং ২০১৫ সালের বেতন কমিশন বাস্তবায়নের স্লোগান তুলে শ্রমিকদের সুলতানা কামাল সেতু ও এর আশপাশের এলাকা অবরোধ করে রাখে। এর ফলে সেসব এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এছাড়াও, তাদের ডাকা দেশব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে খুলনায় পাটকল শ্রমিকরা আজ সকাল থেকে কর্মবিরতি পালন করছেন বলে জানিয়েছেন আমাদের স্থানীয় সংবাদদাতা।

সরকারের জুট মিল করপোরেশনের (বিজেএমসি) অধীনে ২৩টি পাটকলে প্রায় ৭০ হাজার শ্রমিক কাজ করছেন। অধিকাংশ শ্রমিক গত ৬ থেকে ১৩ সপ্তাহ পর্যন্ত কোনো বেতন পাচ্ছেন না।

উল্লেখ্য, ডেমরা এবং খুলনায় রাষ্ট্রায়ত্ত ১১টি পাটকল রয়েছে।

Comments

The Daily Star  | English

Awami League should be punished as a party: Fakhrul

He made the remarks after visiting a BNP man undergoing treatment at National Institute of Neurosciences and Hospital

57m ago