‘গড়াই বাঁচলে বাঁচবে সুন্দরবন’
এক সময়ের জৌলুসময় গড়াই নদী আজ পরিণত হয়েছে মরুভূমিতে। এখন এই নদীকে দেখলে মনেই হবে না যে একসময় এখানেই বজরা নিয়ে ডুবতে বসেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।
গড়াই শুকিয়ে মৃতপ্রায়। গ্রীষ্মকালে পানি শুকিয়ে এমন অবস্থা দাঁড়িয়েছে যে কিছু কিছু জায়গায় নদী নেই বললেই চলে– নদী সরু হয়ে পরিণত হয়েছে নালায়। স্থানীয়রা প্রতিদিন হেঁটেই পার হন গড়াই নদী।
গঙ্গা দিয়ে পদ্মা হয়ে পানি না আসায় গড়াইয়ের সাথে হুমকির মুখে পড়েছে খুলনা বিভাগ ও বিশ্বঐহিত্য সুন্দরবন। সেসব অঞ্চলে বেড়ে যাচ্ছে পানি ও ভূমির লবণাক্ততা।
বিশিষ্ট পানিবিশেষজ্ঞ আইনুন নিশাত দ্য ডেইলি স্টারকে বলেন, “গড়াই বাঁচলে বাঁচবে সুন্দরবনসহ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও আশপাশের এলাকার জনপদ।”
Comments