বৈচিত্র্য আনতেই চলছে তাসকিনকে নেওয়ার ভাবনা!

তাসকিন আহমেদ। স্টার ফাইল ছবি

অনেকটা চমক হয়েই বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন পেসার আবু জায়েদ রাহি। দুই দিকেই বল স্যুয়িং করানোর সামর্থ্যের বিবেচনায় তাকে দলে নেওয়ার কথা বলেছিলেন নির্বাচকরা। দল ঘোষণার পর  রাহির জায়গা পাওয়া আর তাসকিন আহমেদের না পাওয়াই ছিল বড় আলোচনায়। তবে বিশ্বকাপের ঠিক আগে এই আলোচনায় লাগল নতুন তাপ। বিসিবি প্রধান নাজমুল হাসান জানিয়েছেন, দলে বৈচিত্র্য আনতে ফিট থাকা সাপেক্ষে বিশ্বকাপে নেওয়া হতে পারে তাসকিনকে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো না হলেও তাসকিন নিজেকে প্রমাণ করলে কোপটা যে রাহির ঘাড়েই পড়বে সে ইঙ্গিত মিলেছে বোর্ড প্রধানের কথায়।

বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তাসকিন। গণমাধ্যমের সামনে ভেঙে পড়েছিলেন কান্নায়। ঠিক উলটো অবস্থা ছিল রাহির। এখনো ওয়ানডে অভিষেক না হওয়া এই পেসার রীতিমতো বিশ্বকাপ দলে জায়গা পেয়ে উড়ছিলেন স্বপ্নের ভেলায়।

তবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের বাকি ম্যাচগুলো পুরো ঘুরিয়ে দিতে পারে এই ছবি। এবার নতুন নিয়মে ২৩ মে পর্যন্ত যেকোনো দল আইসিসির অনুমতি ছাড়ায় স্কোয়াডে বদল আনতে পারে। এই সুযোগ তৈরি হওয়ার পর থেকেই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড যেন ‘চূড়ান্ত হইয়াও চূড়ান্ত হইল না’ অবস্থায় আছে।

শনিবার বিশ্বকাপ স্কোয়াডে তাসকিন আসার গুঞ্জন উড়িয়ে বিশদ ব্যাখ্যা দিলেন বোর্ড প্রধান,  ‘এই কথাটা (তাসকিনকে অন্তর্ভুক্ত করা) আগে থেকেই ছিলো। কিন্তু এ রকম কোনো সিদ্ধান্ত আমরা এখনো নেইনি। মূল বিষয় হচ্ছে,  আমাদের যে চারজন পেসার আছে, মাশরাফি, রুবেল, মোস্তাফিজ এবং রাহি; এই চারজনের উচ্চতা মোটামুটি একই রকম, গতিও এক। রুবেল হয়তো একটু বেশি জোরে করে। বলের ধরনও একই ধরনের। আপনি যদি বৈচিত্র্য চান, তাহলে রাহির মধ্যে কিন্তু আহামরি তেমন বৈচিত্র্য নেই।’

‘একমাত্র তাসকিন বৈচিত্র্য আনতে পারে। তার উচ্চতা অনেক। এর সঙ্গে ওর গতি। এ ছাড়া বাউন্সার। যা ওখানে অনেক বেশি দরকার মনে হচ্ছে। ওরা (টিম ম্যানেজমেন্ট) মনে করছে, তাসকিনের বাউন্সার অনেক ভালো। ও থাকলে বৈচিত্র্য থাকে।’

মোহাম্মদ সাইফুদ্দিন ভালো করায় একাদশে জায়গা মিলছে না রুবেল হোসেনের। এই অবস্থায় তাসকিন স্কোয়াডে এলেও খেলার সম্ভাবনা খুব বেশি দেখছেন না নাজমুল, ‘দলে থাকলেই সুযোগ পাবে (খেলার) পাবে, তার কিন্তু নিশ্চয়তা নেই। মাশরাফি-মোস্তাফিজ খেলছে। তাদের সাথে সাইফুদ্দিন আছে। রুবেলের মতো একজন খেলোয়াড় কিন্তু বসে আছে।’

পেস আক্রমণে বৈচিত্র্য আনতে তাসকিন বিবেচনায় এলেও বিসিবি প্রধান মনে করেন এখনো পুরো ছন্দে নেই এই পেসার, তাসকিনের দলে আসার ব্যাপারে ‘যদি’, ‘কিন্তু’ জুড়ে দিয়েছেন, আবার সম্ভাবনাও উড়িয়ে দেননি, ‘ও (তাসকিন) প্রথমে দলে ছিলো না, কারণ সে ফিট ছিলো না। এখন আপনারা বলতে পারেন ও তো এখন ফিট। কিন্তু আমার কাছে এখনো ফিট না। ও বল করছে, কিন্তু ফিট না। ছন্দটা এখনো ফিরে পায়নি। লাইন-লেন্থ ঠিক হয়নি। যা হোক, এই অবস্থায় রাহিকে কোনো সুযোগ না দিয়ে তাকে (তাসকিনকে) নেয়া ঠিক হবে না। এটা আমার ব্যক্তিগত ধারণা। আমার কাছে ওকে নেয়ার কোনো প্রস্তাব আসেনি।এখন ও যদি ফিট হয়, তাহলে আমরা ওকে নিতে পারবো। ২২ তারিখ পর্যন্ত সময় আছে।’

‘এখন ও যদি ফিট হয়ে উঠে এবং ভালো করে বোলিং করতে পারে (তাহলে হয়তো বিশ্বকাপ দলে থাকবে) । ও দিকে, রাহির বলও তো দেখা হলো না। আমার মনে হয় এখনই এ বিষয়ে কমেন্ট করা একটু তাড়াতাড়িই হয়ে যায়। কেউ যদি ইনজুরড হয়, তাহলে ওকে নেয়া হতে পারে।’

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

8h ago