ট্রেনের আগাম টিকেট ২২ মে থেকে
ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ মে (বুধবার) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৯ মে (বুধবার)।
সোমবার ইউএনবিকে এ তথ্য জানান রেল সচিব মোফাজ্জেল হোসেন। সচিব জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬ জোড়া স্পেশাল ট্রেন থাকবে।
জানা গেছে, আগামী ২২ মে ৩১ মের, ২৩ মে ১ জুনের, ২৪ মে ২ জুনের, ২৫ মে ৩ জুনের এবং ২৬ মে ৪ জুনের আগাম টিকিট বিক্রি করা হবে।
এ ছাড়া আগামী ২৯ মে ৭ জুনের, ৩০ মে ৮ জুনের, ৩১ মে ৯ জুনের, ১ জুন ১০ জুনের ও ২ জুন ১১ জুনের ফিরতি টিকিট বিক্রি হবে।
Comments