ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর মারামারি
ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর পদ বঞ্চিত নেতাদের সংবাদ সম্মেলনে মারামারির ঘটনা ঘটেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের বাইরে কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতাদের নাম ঘোষণার পর আজ বিকেলে পদ বঞ্চিতরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। এতে ছাত্রলীগেরই একাংশের নেতা-কর্মীরা গিয়ে চেয়ার ও ইটপাটকেল ছুড়ে বেশ কয়েকজনকে আহত করে।
ছাত্রলীগে পদ বঞ্চিত নেতারা বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বলেন, পূর্ণাঙ্গ কমিটিতে ‘অযোগ্যদের’ নেতৃত্বে আনা হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলন শুরু হওয়ার পর পরই কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিজ্ঞান অনুষদের সাধারণ সম্পাদক মোরসালিন আনুর নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ করেছেন সংগঠনটির আগের কেন্দ্রীয় কমিটির নেতা রাকিব হোসেন।
তিনি বলেন এদের হামলায় তাদের বেশ কয়েকজন ছাত্রনেতা আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন: কেন্দ্রীয় কমিটির উপ সাংস্কৃতিক সম্পাদক তিলোত্তমা শিকদার, ডাকসুর ক্রীড়া সম্পাদক তানভীর হোসেন শাকিল, ডাকসুর কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক বিএম লিপি ও আগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন।
Comments