মওদুদের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম চলবে।
barrister moudud ahmed
ফাইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম চলবে।

হাইকোর্টে মওদুদের বিরুদ্ধে দুর্নীতি মামলার কার্যক্রম বন্ধ করার জন্যে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন জানালে আজ (১৪ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ তা খারিজ করে দেন।

ফলে মওদুদের বিরুদ্ধে বিচারিক আদালতে দুদকের মামলা চলতে আর বাধা থাকলো না।

মওদুদের বিরুদ্ধে ৭ কোটি ৩৮ লাখ টাকা অবৈধ আয় এবং ৪ কোটি ৪০ লাখ টাকার সম্পদ গোপন রাখার অপরাধে দুদক ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে।

Comments