বার্সেলোনার তিন তারকাকে কিনতে বলেছেন রোনালদো
নতুন চ্যালেঞ্জ নিতে চলতি মৌসুমের শুরুতে জুভেন্টাসে যোগ দেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথম আসরটা অবশ্য খুব একটা ভালো যায়নি তার। নিজে দারুণ খেললেও সতীর্থদের কাছ থেকে আশানুরূপ সাহায্য না পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় তারা। তবে আগামী মৌসুমে এ শিরোপাটা চান পাঁচ বারের ব্যলন ডির জয়ী এ তারকা। আর তার জন্য দলকে শক্তি বাড়ানোর তাগিদ দিচ্ছেন এ পর্তুগিজ।
চলতি মৌসুম শেষে ১০ জন খেলোয়াড় বেচে দিচ্ছে বার্সেলোনা। এক সময়ের প্রতিদ্বন্দ্বী এ ক্লাব থেকে তিন জন খেলোয়াড় কেনার জন্য জুভেন্টাস কর্তৃপক্ষকে বলেছেন রোনালদো। গোলরক্ষক জেসপার সিলেসেন, ইভান রাকিতিচ ও স্যামুয়েল উমতিতিকে দল চাইছেন তিনি। এমন সংবাদই প্রকাশ পেয়েছে স্প্যানিশ গণমাধ্যমে।
সিলেসেনকে অবশ্য বেচতে চাইছে না বার্সেলোনা। কিন্তু ডাচ গোলরক্ষক বার্সেলোনায় থাকতে চাইছেন না। কারণ মার্ক টের স্টেগানের অতিমানবীয় পারফরম্যান্সে কোপা দেল রে ছাড়া ম্যাচ খেলার সুযোগই পাচ্ছেন না। যদিও জিয়ানলুইজি বুফন যাওয়ার পর বোয়েচেক সেজনি ভালোভাবেই সামলাচ্ছেন জুভেন্টাসের গোলবার। কিন্তু প্রতিযোগিতা আনার জন্য সিলেসেন হতে পারেন অন্যতম সেরা বিকল্প।
রক্ষণভাগে জিয়র্জিও কিয়েলিনি ও লিওনার্দো বনুচ্চি ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। তাই দলে একজন তরুণ মেধাবী ডিফেন্ডার চাইছেন রোনালদো। আয়াক্স ডিফেন্ডার মাতাইস দি লিটকে অবশ্য চেয়েছিল জুভেন্টাস। কিন্তু এ খেলোয়াড় বার্সেলোনার সঙ্গে চুক্তিটা প্রায় করে ফেলেছেন। তাই বাধ্য হয়ে উমতিতির দিকে নজর দিচ্ছে দলটি।
এছাড়া রাকিতিচ হতে পারেন দলের মধ্যমাঠের অন্যতম সেরা অস্ত্র। বার্সেলোনায় পাঁচ বছর কাটানোর পর চলতি মৌসুমে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও ক্লাব ছাড়ার খুব একটা ইচ্ছে নেই তার। কিন্তু কাতালানরাই তাকে রাখতে চাচ্ছে না। সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দেও নেই তিনি। চ্যাম্পিয়ন্স লিগে দলের বিদায়ে তার দায় অস্বীকার করার উপায় নেই। এছাড়া তার জায়গায় বিকল্প মিডফিল্ডার হিসেবে ফ্রাঙ্কি দি ইয়ংকে দলভুক্ত করেছে বার্সেলোনা।
১৯৯৫-৯৬ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল জুভেন্টাস। এরপর পাঁচ বার ফাইনালে উঠলেও শিরোপা ছোঁয়া হয়নি তাদের। চলতি মৌসুমে রোনালদোকে পেয়ে আশায় বুক বেঁধেছিল দলটি। কারণ পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এ খেলোয়াড় এ আসরের সর্বোচ্চ গোলদাতাও বটে। বিশেষকরে নকআউট পর্বে দারুণ খেলেন তিনি। কিন্তু তার নৈপুণ্যের পরও এবার আয়াক্সের কাছে হেরে বিদায় নেয় দলটি। বার্সার এ তিন খেলোয়াড়কে পেলে আগামী আসরে আরও তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে তুরিনরা।
Comments