সাড়ে তিনশো পেরিয়েও ইংল্যান্ডের কাছে পাত্তা পেল না পাকিস্তান
এবারের বিশ্বকাপ কেমন হতে চলেছে ইংল্যান্ড-পাকিস্তানের সর্বশেষ দুই ম্যাচই যেন দিচ্ছে আভাস। সিরিজেই দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ৩৭৩ করার পরও পিছু ছুটে পাকিস্তান ৩৬১ করে ফেলেছিল। এবার ইমাম-উল হকের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে পাকিস্তানিরা ৩৫৮ করেও নিস্তার পেল না। জনি বেয়ারস্টো, জেসন রায়রা তাণ্ডব চালিয়ে ৩৭ বল আগেই খেল খতম করে দিয়েছেন।
বিশ্বকাপ সামনে রেখে দুদলের পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি ভেসে যায় বৃষ্টিতে। পরেরটি থেকেই চলছে রান বন্যা। মঙ্গলবার ব্রিস্টলে আগে ব্যাট পেয়ে ইমামের ১৩১ বলে ১৫১ রানে ৩৫৮ করে পাকিস্তান। ওই রান তুড়ি মেরে উড়িয়ে পাঁচ ওভারের বেশি হাতে রেখে ৬ উইকেটে জিতেছে ইংল্যান্ড।
রানের পাহাড় টপকাতে দুই ওপেনারই শায়েস্তা করেছেন পাক বোলারদের। ১৭.৩ ওভার স্থায়ী ওপেনিং জুটিতে তারা তুলে ফেলেন ১৫৯ রান। তাতে ৫৫ বলে ৮ চার ৪ ছক্কায় ৭৬ করে ফেরেন জেসন রয়।
বেয়ারস্টো অতো কমে থামেননি। দুরন্ত ফর্মে থাকা এই উইকেটকিপার ব্যাটসম্যান খেলেছেন বিস্ফোরক ইনিংস। ৯৩ বলে ১৫ চার আর ৫ ছক্কায় বেয়ারস্টো খেলেন ১২৮ রানের ইনিংস।
বাকি কাজটা জো রুট, বেন স্টোকস, মঈন আলীরা করেছেন অনায়াসে।
শুক্রবার নটিংহ্যামে হবে সিরিজের চতুর্থ ওয়ানডে। সেখানেও যথারীতি রানবন্যার উইকেটেরই আভাস মিলছে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫০ ওভারে ৩৫৮/৯ (ইমাম ১৫১, ফখর ২, বাবর ১৫, হারিস ৪১, সরফরাজ ২৭, আসিফ ৫২, ওয়াসিম ২২, আশরাফি ১৩, হাসান ১৮*, আফ্রিদি ৭, জুনাইদ ০*; ওকস ৪/৬৭, উইলি ১/৮৬, মইন ০/৩২, প্লানকেট ১/৫৫, কারান ২/৭৪, স্টোকস ০/৩৪, ডেনলি ০/৯)
ইংল্যান্ড: ৪৪.৫ ওভারে ৩৫৯/৪ (রয় ৭৬, বেয়ারস্টো ১২৮, রুট ৪৩, স্টোকস ৩৭, মইন ৪৮*, মর্গ্যান ১৭*; জুনাইদ ১/৫৭, আফ্রিদি ০/৮৩, হাসান ০/৫৫, ওয়াসিম ১/৫৮, আশরাফ ১/৭৫, হারিস ০/১৯, আসিফ ০/৯)
ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জনি বেয়ারস্টো
Comments