ওয়াসার পানি পরীক্ষায় ৭৫ লাখ টাকা প্রয়োজন
রাজধানী ঢাকার ১১ জোনের ওয়াসার পানির ১০৬৫টি নমুনা পরীক্ষা করতে ৭৫ লাখ ৬১ হাজার টাকা প্রয়োজন বলে জানিয়েছে স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয় (এলজিআরডি)।
হাইকোর্টে উত্থাপনের আগে ওয়াসার পানি সংগ্রহ এবং পরীক্ষার জন্য একটি বাজেট প্রতিবেদন প্রস্তুত করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কার্যালয়ে জমা দেয় এলজিআরডি মন্ত্রণালয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন এলজিআরডি মন্ত্রণালয়ের ওই বাজেট প্রতিবেদনটি পেয়েছেন জানিয়ে দ্য ডেইলি স্টারকে বলেন, আগামীকাল তিনি হাইকোর্টে সেটি জমা দেবেন।
প্রতিবেদন পাওয়ার পর এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।
মোতাহের হোসেন আরও জানান, ঢাকার পানি সরবরাহ এবং নর্দমা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান ওয়াসার বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে এলজিআরডি মন্ত্রণালয়। তবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে, গত ১৩ মে ওয়াসার পানি পরীক্ষা করতে এলজিআরডি মন্ত্রলাণয়ের গঠিত কমিটির কত টাকা প্রয়োজন সে ব্যাপারে জানতে চান আদালত। সে সময় ওয়াসার পানি পরীক্ষার জন্য আদালতের দেওয়া আদেশ পালনে ব্যর্থ হওয়ায় মন্ত্রণালয়ের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন হাইকোর্ট।
Comments