প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ গার্দিওলা
ইংলিশ প্রিমিয়ার লীগে এবারের আসরের শেষ দিন পর্যন্ত ছিল টান টান উত্তেজনা। ম্যানচেস্টার সিটি ও লিভারপুল দাঁতে দাঁত চেপে লড়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। তাতে সিটিজেনদের। টানা দ্বিতীয়বার প্রিমিয়ার লীগ শিরোপা জিতে দলটি। ক্লাবের মতো টানা দ্বিতীয়বার ব্যক্তিগত সাফল্য মিলেছে কোচ পেপ গার্দিওলার। এবারও মৌসুমের বর্ষসেরা কোচ মনোনীত হয়েছেন এ স্প্যানিশ কোচ। মঙ্গলবার লিগ ম্যানেজার্স এসোসিয়েশন এ্যাওয়ার্ড সন্ধ্যায় গার্দিওলাকে বর্ষসেরার পুরস্কার তুলে দেয়া হয় তার হাতে।
এক ভিডিও বার্তায় বার্সেলোনার সাবেক বস বলেছেন, ‘এই পুরস্কার হাতে নিতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এই কৃতিত্ব আমি আমার খেলোয়াড়দের সাথে ভাগ করে নিতে চাই। কারণ তারাই সব, তাদের কারণেই আজকের এই স্বীকৃতি। একইসাথে আমার স্টাফরাও এর সমান ভাগীদার। প্রিমিয়ার লিগে আমরা সব ম্যানেজারদের বিপক্ষে বিশেষ করে ইয়ুর্গেন ক্লপের বিপক্ষে অনেক লড়াই করেছি। তাদের সকলের বিপক্ষে খেলাটা দারুণ উপভোগ্য ছিল। আশা করছি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।'
তবে এবার শিরোপা জিততে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে সিটিকে। শেষ দিন পর্যন্ত তাদের পিছু ধাওয়া করেছে লিভারপুল। একটু পা হড়কালেই শিরোপা উঠত লিভারপুলের হাতে। তা হয়নি। মাঝ পথে খেই হারানো দলটি শেষে টানা ১৪ ম্যাচ জিতে শিরোপা জিতে নয়। অবশ্য শেষ দিনের প্রথম আধা ঘণ্টায় তো এগিয়ে ছিল লিভারপুলই। দারুণভাবেই ম্যাচে ফিরে আসে তারা। লিগে ৩২টি জয় ও দুটি ড্রসহ সর্বমোট ৯৮ পয়েন্ট সংগ্রহ করে সিটিজেনরা। আগের মৌসুমে তাদের সংগ্রহে ছিল রেকর্ড ১০০ পয়েন্ট।
দ্বিতীয়বারের মতো এ পুরষ্কার জয়ে গার্দিওলা পিছনে ফেলেছেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ, টটেনহ্যামের মরিসিও পচেত্তিনো ও উল্ফসের হেড কোচ নুনো এস্পিরিটো সান্তোকে। স্যার অ্যালেক্স ফার্গুসন ও হোসে মরিনহোর পর তৃতীয় কোচ হিসেবে প্রিমিয়ার লিগে টানা দুইবার শিরোপা জিতলেন এই স্প্যানিশ কোচ।
Comments