বিশ্বকাপের জন্য সম্পূর্ণ ফিট শাদাব
বছর দুই আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ইংল্যান্ডের মাঠ থেকেই। ২০ বছর আগে এই ইংল্যান্ডে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল তারা। সেই দেশে আবার বিশ্বকাপ। ভালো কিছু প্রত্যাশা করতেই পারে পাকিস্তান। কিন্তু স্কোয়াড ঘোষণার কদিন পরই বড় ধাক্কা খেয়েছিল দলটি। লেগ স্পিনার শাদাব খানের রক্তে হেপাটাইটিস ‘সি’ ভাইরাস ধরা পড়ায় বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। তবে বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়েছেন এ লেগি।
তাই সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত শাদাব। পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকার পরও ডাক্তারের পর্যবেক্ষণে ছিলেন তিনি।চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন। আসন্ন বিশ্বকাপে তার খেলার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের সঙ্গে যোগ দিতে বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা শাদাবের।
আর এমন সংবাদে আনন্দের সীমা নেই শাদাবের। দুশ্চিন্তা দূর হওয়ায় উচ্ছ্বসিত শাদাব বলেন, ‘রক্ত পরীক্ষায় নেগেটিভ এসেছে জেনে ভীষণ আনন্দিত। এখন আমি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারব। আমার মধ্যে বিশ্বাস ছিল যে ইনফেকশন থেকে আমি সম্পূর্ণ পরিত্রাণ পাবো। এবং বিশ্বকাপে খেলতে পারব।’
শাদাবকে পাকিস্তানের কোচ মিকি আর্থারও দারুণ উচ্ছ্বসিত, 'এটা পাকিস্তান ক্রিকেটের জন্য দারুণ একটি সংবাদ। শাদাবকে পাকিস্তান স্কোয়াডে স্বাগত জানাচ্ছি। বর্তমান প্রজন্মে শাদাব অসাধারণ একজন এবং দলের অন্যতম প্রভাবশালী একজন খেলোয়াড়। ড্রেসিং রুমে তার উপস্থিতি দলকে আরও উজ্জীবিত করবে এবং দলের ভারসাম্যও বাড়াবে।'
বিশ্বকাপের জন্য দল ঘোষণার কিছুদিন পরই ভাইরাসে আক্রান্ত আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শাদাবের পরিবর্তে দলে ডাক পান আরেক লেগ-স্পিনার ইয়াসির শাহ। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার হলেও ওয়ানডেতে তার গড় ভালো নয়। ৫০ এর কাছাকাছি। তাই শাদাবের ফেরাটা নিঃসন্দেহে পাকিস্তানের জন্য দারুণ সংবাদ।
Comments