জুভেন্টাস ছাড়ছেন দিবালা!
এক মৌসুম আগেও জুভেন্টাসের প্রাণভোমরা ছিলেন পাওলো দিবালা। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদো দলে যোগ দিতেই পাল্টে গেল সব। আশানুরূপ পারফর্ম করতে না পাড়ায় প্রথম একাদশে জায়গা মেলাই কঠিন হয়ে দাঁড়ায় এ তরুণ তুর্কির জন্য। কিন্তু মূল একাদশে থেকে আরও বেশি সময় খেলতে চান তিনি। তাই খুব শিগগিরই তিনি তুরিন ছাড়ছেন বলে জানিয়েছেন তার ভাই ও এজেন্ট গুস্তাভো দিবালা।
হতাশাপূর্ণ একটি মৌসুম কাটালেন দিবালা। সিরিএ'তে মাত্র ২৮ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। তার অধিকাংশই খেলেছেন বদলী খেলোয়াড় হিসেবে। আর সময়েও খুব একটা জ্বলে উঠতে পারেননি। গোল করেছেন ৫টি। আর গোল সহায়তা ৪ বার। ধারণা করা হয় রোনালদো দলে যোগ দেওয়ার নিজের জায়গা হারিয়ে সংগ্রাম করছেন এ তরুণ।
অথচ শুরু থেকেই ইতালিতে সুখে আছেন বলে জানিয়ে আসছিলেন দিবালা। এক সাক্ষাৎকারে দিবালার ভাই বলেন, 'পাওলোর তুরিন ছাড়ার অনেক সম্ভাবনাই আছে। সে একটি পরিবর্তন চাইছে। সে ইতালিতে খুব ভালো ছিল তবে এখন আর নেই।'
দিবালার পৃথিবী হঠাৎ কেন বদলে জানতে চাইলে তার ব্যাখ্যাও করেন গুস্তাভো, 'পাওলো এখানেই সুখে নেই, তবে সে একাই সুখে নেই এমন নয়। সে একা দল ছাড়তে চাইছে না। রোনালদোর সঙ্গে সমস্যা? না, মাঠের বাইরে তাদের মধ্যে কোন সমস্যা নেই। তবে মাঠের মধ্যে সমস্যা। পাওলো একজন তরুণ, সে খেলতে চায়।'
দিবালাকে দলে পেতে বেশ কিছু জায়ান্ট দলই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড অন্যতম। জানা গেছে তাকে পেতে ১২০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজী দলটি। এছাড়াও তাকে পেতে চাইছে জার্মানির বায়ার্ন মিউনিখ ও স্পেনের অ্যাতলেতিকো মাদ্রিদ।
Comments