হাংগ্রিনাকির সহপ্রতিষ্ঠাতা তৌসিফ আহমেদের অকালপ্রয়াণ
অন ডিমান্ড অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান হাংগ্রিনাকি’র সহপ্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার তৌসিফ আহমেদ মারা গেছেন। দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে মালয়েশিয়ার একটি হাসপাতালে আজ বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস এর স্নাতক তৌসিফ ২০১৩ সালে তার দুই বন্ধু সাজিদ ও আহমদের সঙ্গে যৌথভাবে হাংগ্রিনাকি প্রতিষ্ঠা করেন। শুরু থেকেই ঘরে বসে খাবার কেনার এই প্ল্যাটফর্মটি জনপ্রিয়তা পেয়ে এসেছে।
শুক্রবার এলিফ্যান্ট রোডের মসজিদে জুম্মার নামাজের পর প্রয়াতের জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন হবে।
Comments