পাকিস্তানের বিশ্বকাপ দলে ফিরছেন আমির!
অনেক দিন থেকেই সময়টা ভালো যাচ্ছে না পেসার মোহাম্মদ আমিরের। খেলার সুযোগ মিলছে না। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার। কিন্তু হুট করেই যেন পরিস্থিতি পাল্টে যাচ্ছে তার। পাকিস্তান দলের কোচ মিকি আর্থার, অধিনায়ক সরফরাজ খান ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের চাওয়াতে বিশ্বকাপ দলে ঢুকতে যাচ্ছেন এ পেসার। এমন সংবাদই প্রকাশ পেয়েছে পাকিস্তানের গণমাধ্যমে।
শারজাহতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বেদম পিটুনি খাওয়ার পর জাতীয় দলে আর জায়গা হচ্ছিল না আমিরের। সে ধারায় বিশ্বকাপ দলে সুযোগ মেলেনি। তবে ইংল্যান্ড সিরিজে জায়গা পেয়েছিলেন। দারুণ কিছু করে কোচ-অধিনায়ক-নির্বাচকদের আস্থা যোগাবেন এমনটাই ভেবেছিলেন। প্রথম ম্যাচে দলেও ছিলেন। কিন্তু দুর্ভাগ্য বৃষ্টির কারণে বল করা হয়নি তার। এরপর ভাইরাসজনিত কারণে নামতে পারেননি পরের ম্যাচে। আর তৃতীয় ম্যাচের আগে হয় জলবসন্ত। প্রকৃতিই যেন ছিল তার বিপক্ষে।
তবে ভাগ্য খুলছে আমিরের। কদিন আগে তাকে দলে নেওয়ার জন্য জোর দাবী জানিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরামও। শুধু আমিরই নয়, বিশ্বকাপ স্কোয়াডে ফিরতে পারেন ব্যাটসম্যান আসিফ আলিও। তাদের অন্তর্ভুক্তিতে কপাল পুড়তে যাচ্ছে ফাহিম আশরাফ ও আবিদ আলির। মূলত ইংল্যান্ড সিরিজই বদলে দিচ্ছে সব। ইংলিশদের বিপক্ষে দুই ম্যাচেই হাফসেঞ্চুরি পেয়েছেন আসিফ। তার বেশ আগ্রাসী ব্যাট করে। দ্বিতীয় ওয়ানডেতে ৩৬ বলে ৫১ এবং পরের ম্যাচে করেন ৪৩ বলে ৫২। অন্যদিকে চলতি বছরে ৭টি ওয়ানডে খেলে আশরাফ করেছেন মাত্র ৫৮ রান।
এছাড়া তরুণ আবিদ আলির উপরও আস্থা হারিয়েছে তারা। ইংল্যান্ড সিরিজে ম্যাচ খেলার সুযোগই মিলেনি তার। এখন পর্যন্ত খেলেছেন দুটি ওয়ানডে। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেকটা হয়েছিল রাজকীয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেন। কিন্তু পরের ম্যাচে ফিরেছেন খালি হাতে। অবশ্য আমিরের সময়টা সাম্প্রতিক সময়ে ভালো যায়নি। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ১৪ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন মাত্র ৫টি।
আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। এর আগে আগামী ২২ মে পর্যন্ত কোন কারণ দর্শানো ছাড়াই ঘোষিত স্কোয়াড পরিবর্তন করতে পারবে দলগুলো।
Comments