বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডের যে ঘাটতি নিয়ে চিন্তিত গম্ভীর

মনে করা হচ্ছে নিজেদের ইতিহাসের সবচেয়ে সেরা পেস আক্রমণ নিয়েই এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ভারত। কিন্তু সেই পেস আক্রমণেই ঘাটতি খুঁজে পেয়েছেন ক্রিকেট ছেড়ে রাজনীতিতে নামা সাবেক ওপেনার গৌতম গম্ভীর।
Gautam Gambhir
গৌতম গম্ভীর। ফাইল ছবি: এএফপি

মনে করা হচ্ছে নিজেদের ইতিহাসের সবচেয়ে সেরা পেস আক্রমণ নিয়েই এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ভারত। কিন্তু সেই পেস আক্রমণেই ঘাটতি খুঁজে পেয়েছেন ক্রিকেট ছেড়ে রাজনীতিতে নামা সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

এবার বিশ্বকাপ ইংল্যান্ডে হওয়ায় সব দলই পেসারদের প্রাধান্য দিয়েই বানিয়েছে স্কোয়াড। কেবল ভারতই বোধহয় কিছুটা ব্যতিক্রম। ভারতের স্কোয়াডে পুরো দমে পেসার আছেন তিনজন। জাসপ্রিত বোমরাহ, মোহাম্মদ শামি আর ভুবনেশ্বর কুমার। পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আর বিজয় শঙ্করকে দিয়ে চতুর্থ পেসারের জায়গা পূরণ করতে হবে তাদের।

দলে আছেন পাক্কা চারজন স্পিনার। কুলদীপ যাদব, যুজবেন্দ্র চেহেল, কেদার যাদব আর রবীন্দ্র জাদেজা। সব মিলিয়ে গম্ভীরের মনে হয়েছে এই কজন পেসার নিয়ে বিশ্বকাপ খেলাটা ভারতকে বেশ ভোগাবে,  ‘আমি মনে করি ভারতের স্কোয়াডে আরও একজন কোয়ালিটি পেসারের ঘাটতি আছে। বোমরাহ, শামি আর ভুবনেশ্বরের আরও সাপোর্ট দরকার। আপনি বলতে পারেন হার্দিক পান্ডিয়া আর বিজয় শঙ্করের মতো দুজন পেস অলরাউন্ডার আছেন। কিন্তু এটাই পর্যাপ্ত মনে হয়নি।’

তিন পেসারের মধ্যে বোমরাহকে নিয়ে অনেক আশা গম্ভীরের। এই পেসারের উপরই দেখছেন ভারতের ভবিতব্য, ‘উইকেট খুবই ফ্ল্যাট হবে। কাজেই বোমরাহ বোলিং নির্ধারণ করবে ভারত কোথায় যাবে। কারণ এটা বড় রানের বিশ্বকাপ হতে যাচ্ছে।’

নিজ দলে পেসার সংকটের আক্ষেপ করে গম্ভীর জানিয়েছেন অস্ট্রেলিয়ার কথা। তারমতে সেরা পেস আক্রমণ নিয়ে এবার বিশ্বকাপ যাচ্ছে অসিরাই, ‘অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ সবচেয়ে ভারসাম্যপূর্ণ।’

এবার বিশ্বকাপে অংশ নেওয়া দশ দল সবাই সবার সঙ্গে খেলবে। সেরা চারদল খেলবে সেমিফাইনালে। ফরম্যাটটা এমন হওয়ায় এবার সত্যিকারের সেরা খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের এই সদস্য,  ‘খুবই প্রতিদ্বন্দিতাপূর্ন বিশ্বকাপ হতে যাচ্ছে।এই ফরম্যাটের কারণে আসল চ্যাম্পিয়ন খুঁজে পাওয়া যাবে। আইসিসির উচিতে এই ফরম্যাটই আগামীতে ধরে রাখা।’

Comments

The Daily Star  | English

Public medical colleges: 86 doctors, 136 students punished since August 5

Over the last two months, at least 86 physicians and 136 medical students at eight public medical colleges and hospitals across the country have faced different punitive actions over various allegations, including “taking a stance against” the quota movement.

2h ago