রাজধানীতে অজ্ঞান পার্টির ২৩ সদস্য আটক: ডিবি
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে ‘অজ্ঞান পার্টির’ ২৩ জন সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আটককৃতদের কাছ থেকে চেতনানাশক মেশানো খাবার উদ্ধার করা হয়।
ঈদের আগে শহরের ব্যবসায়ীরাই এদের মূল টার্গেট ছিলো বলেও জানিয়েছেন তিনি।
ওই ডিবি কর্মকর্তা আরও জানান, আজ (১৮ মে) এক প্রেস কনফারেন্সের মাধ্যমে অজ্ঞান পার্টির এসব আটককৃতদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে নেওয়া আইনি ব্যবস্থার বিস্তারিত তুলে ধরা হবে।
Comments