খালেদা জিয়াকে শোচনীয় পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে: বিএনপি
শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে খালেদা জিয়াকে শোচনীয় পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে তার দল বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার সংবিধান পরিপন্থী কাজ করছে অভিযোগ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার কোনো সাজাই চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় নাই। এমতাবস্থায় জামিন না দিয়ে তাকে কারাগারে রাখা সম্পূর্ণরূপে সংবিধান ও মানবাধিকার পরিপন্থী।
খালেদা জিয়ার কারামুক্তি এবং সুচিকিৎসার দাবিতে বিএনপির স্থায়ী কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
জমির উদ্দিন বলেন, “কারাগারের দূষণযুক্ত পরিবেশে খালেদা জিয়ার স্বাস্থ্য, সুস্থতা ও জীবন সবই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।”
তিনি বলেন, মারাত্মক জীবন-বিনাশী জীবাণু দ্বারা ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশ প্রবল হয়ে উঠেছে। এ ছাড়াও ধারণা করা হয় যে, কারাগারে থাকার সময় সেখানকার পরিবেশের জন্য ভয়ংকর মাত্রার ভিটামিন-ডি ও ক্যালসিয়ামের শূন্যতা দেখা দিয়েছে, যা তার হাড়ের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।
সাবেক স্পিকার জমির উদ্দিন বলেন, কারাগারের বিরূপ ও নিপীড়নমূলক পরিবেশ এবং অস্বাভাবিক মানসিক চাপের ফলে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পেয়েছে খালেদা জিয়ার।
Comments