কাজে যোগ দিয়েছেন ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ চিকিৎসা শেষে আজ (১৯ মে) কাজে যোগ দিয়েছেন।
সকাল ১০টা ২৫ মিনিটে মন্ত্রী তার কার্যালয়ে আসলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম তাকে স্বাগত জানান।
মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে এক আলোচনা সভায় তার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তিনি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে যোগ দিতে পারেন।
ওবায়দুল কাদের গত ১৪ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন। তিনি সেখানে ২ মাস ১১ দিন চিকিৎসাধীন ছিলেন।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের বাইপাস সার্জারি হয়।
উল্লেখ, গত ৩ মার্চ শ্বাসজনিত সমস্যার কারণে সেতুমন্ত্রীকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তার ধমনিতে তিনটি ব্লক ধরা পড়লে উন্নত চিকিৎসার জন্যে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
Comments