ইতালিয়ান লিগের সেরা খেলোয়াড় রোনালদো
এক রাশ বিস্ময় উপহার দিয়ে চলতি মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। উদ্দেশ্য নতুন চ্যালেঞ্জ নেওয়া। আর তাতে অনেকটাই সফল হয়েছেন এ তারকা। প্রথম মৌসুমেই সিরিএ'র সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এর আগে ইংল্যান্ড ও স্পেনেও এ মর্যাদা পেয়েছিলেন এ পর্তুগিজ।
জুভেন্টাসের টানা অষ্টম শিরোপা জয়ে ২২টি গোল করেছেন রোনালদো। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ খেলেছিলেন। তবে সতীর্থদের পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়। তারপরও প্রাথমিক চ্যালেঞ্জে জিতেছেন পাঁচ বারের ব্যালন ডির জয়ী তারকা।
পুরস্কার জয়ের পর কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রিকে ধন্যবাদ জানাতে ভুল করেননি রোনালদো, ‘তার (আলেগ্রি) সঙ্গে কাজ করতে পারা আমার জন্য দারুণ ব্যাপার। সবকিছুর জন্য ধন্যবাদ। আমরা শুধু একটা মাত্র মৌসুম একসঙ্গে কাটিয়েছি, তবে বুঝেছি, সে দারুণ একজন মানুষ ও অসাধারণ কোচ।'
ইতালিয়ান সিরিএ পুরস্কারের সম্পূর্ণ তালিকা
সেরা খেলোয়াড় - ক্রিস্তিয়ানো রোনালদো (জুভেন্টাস)
সেরা গোলরক্ষক - সামির হানদানোভিচ (ইন্টার মিলান)
সেরা ডিফেন্ডার - কালিদু কোলিবালি (নাপোলি)
সেরা মিডফিল্ডার - সার্গেই মিলিঙ্কোভিচ-সাভিচ (লাৎসিও)
সেরা স্ট্রাইকার - ফাবিও কোয়াগলিরেরেল্লা (সাম্পদোরিয়া)
সেরা তরুণ খেলোয়াড় - নিকোলো জানিওলো (রোমা)।
Comments