বিশ্বকাপে উইন্ডিজের স্ট্যান্ডবাই তালিকায় অবসর নেওয়া ব্রাভো

dwayne bravo
ডোয়াইন ব্রাভো। ছবি: এএফপি

গত বছর অক্টোবরে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডোয়াইন ব্রাভো। কিন্তু আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে তার। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মূল স্কোয়াডের বাইরে রিজার্ভ তালিকায় রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। রিজার্ভ তালিকায় আছেন কাইরন পোলার্ডও। এছাড়ায় আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো করা আরও কয়েকজনকেও রাখা হয়েছে তাতে।

মূল স্কোয়াডের বাইরে ১০ জন খেলোয়াড়কে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে ক্রিকেট উইন্ডিজ। তাতে ব্রাভো, পোলার্ড ছাড়াও আছেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে দারুণ খেলা ব্যাটসম্যান সুনিল আম্রিস। আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা জন ক্যাম্পবেলেরও জায়গা হয়েছে তাতে।

আছেন স্পিনিং অলরাউন্ডার রোস্টন চেজ, বাঁহাতি পেসার রেমন রেইফার।

নির্বাচক কমিটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান রবার্ট হেইন্স বলেন, ‘রিজার্ভ খেলোয়াড়দেরও বেছে নেওয়া হয়েছে জরুরী পরিস্থিতি বিবেচনায়। এতে আমাদের দলের ভারসাম্য ও গভীরতার  ব্যাপারটাও স্পষ্ট হয়।’

ওয়েস্ট ইন্ডিজের মূল স্কোয়াডে কারো অবশ্য গুরুতর চোট সমস্যা নেই।

৩১ মে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড:  জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারন ব্রাভো, কার্লোস ব্র্যাথওয়েট, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শেই হোপ (উইকেটরক্ষক), এভিন লুইস, অ্যাশলি নার্স, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কেমার রোচ, আন্দ্রে রাসেল, ওশান টমাস।

স্ট্যান্ডবাই খেলোয়াড়দের তালিকা : সুনিল আম্রিস, ডোয়াইন ব্রাভো, জন ক্যাম্পবেল, জনাথন কার্টার, রোস্টন চেজ, শেন ডওরিচ, কেমো পল, রেমন রেইফার, কাইরন পোলার্ড।

Comments

The Daily Star  | English

BDR carnage rooted in 'long-term plot', says investigation commission

It was abetted by intelligence failures, gross negligence, and the involvement of several political figures, according to the commission chief

23m ago