পাকিস্তানকে খোঁচা দিয়ে সাবেক ভারতীয় ক্রিকেটার বাংলাদেশকে দেখছেন সেমিতে
ক্রিকেটার হিসেবে আকাশ চোপড়ার ক্যারিয়ার খুব সমৃদ্ধ নয়। ভারতের হয়ে খেলেছেন কেবল ১০টা টেস্ট, ওয়ানডে খেলেননই। তবে ধারাভাষ্যকার আর ক্রিকেট বিশ্লেষক হিসেবে সম্প্রতি নামডাক হয়েছে তার। সেই সূত্রেই বিশ্বকাপের দলগুলো নিয়ে কাঁটাছেড়া করছেন, আলোচনা করছেন তাদের সম্ভাবনা নিয়ে। তাতে উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর পাকিস্তান থেকে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তিনি। এমনকি মাশরাফি মর্তুজাদের বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন আকাশ।
ফেসবুক এবং টুইটারে নিজের ভেরিফাইড পাতায় এসব বিশ্লেষণ ছড়িয়ে দিয়েছেন তিনি। আকাশ তার ভিডিওর শুরুতেই বলেন, এশিয়ায় পাকিস্তান নয় ভারতের সঙ্গে পাঙ্গা দিতে পারে বাংলাদেশই। তারাই এখন এশিয়ার দ্বিতীয় শক্তি।
আকাশ চোপড়ার মতে গত কয়েক টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্য বাংলাদেশকে গোনায় ধরার মতো, ‘তারা ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলেছে। চ্যাম্পিয়নস ট্রফিতেও নকআউট পর্বে (সেমিফাইনাল) খেলেছে। আর এশিয়া কাপে তো ফাইনালেই খেলেছে। এই দলকে হালকাভাবে নেওয়া হবে চরম বোকামো। তারা ধারাবাহিক ভাল খেলে আসছে।’
টুর্নামেন্টের ফরম্যাটের কারণেও বাংলাদেশের পক্ষে বাজি তার, ‘৯টা ম্যাচ পাবে তারা। ৫০ ওভারের ক্রিকেটে তারা দারুণ খেলে। আমার মনে হয় এবার বাংলাদেশ সেমিফাইনালে উঠে যাবে।’
বাংলাদেশ দলের পুরো স্কোয়াড নিয়েই আলাদা বিশ্লেষণ তার। আকাশ চোপড়ার মতে তামিম ইকবাল গত কয়েক বছর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত এক নাম। ধারাবাহিকতায় তিনি দলে রাখেন দলের হাল। তার সঙ্গে টপ অর্ডারে এশিয়া কাপ ফাইনালে অবিস্মরণীয় সেঞ্চুরি করা লিটন দাসকে দেখছেন বড় কিছু করার প্রতিশ্রুতিবান। এছাড়া বিগ হিট করতে পারার সামর্থ্যে সৌম্য সরকারকেও এগিয়ে রাখছেন তিনি। তার মতে সৌম্যের মিডিয়াম পেসও বাংলাদেশকে দিবে ভারসাম্য।
এছাড়া মিডল অর্ডারে স্কিলের পাশাপাশি মুশফিকুর রহিম, সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহর অভিজ্ঞতার ঝুলিকেই এগিয়ে রাখছেন আকাশ। আর সাকিবের বোলিংয়ের আলাদা প্রভাব তো আছেই।
অধিনায়ক মাশরাফি মর্তুজার নেতৃত্বকে এই দলের বড় শক্তি উল্লেখ করে এই ভারতীয় বিশ্লেষকের মতে বাংলাদেশের আছে মোস্তাফিজুর রহমানের মত বোলিং অস্ত্র। এছাড়া মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকতের মতো ভীষণ কার্যকর স্পিন অলরাউন্ডার।
সব মিলিয়ে আকাশ চোপড়ার মনে হচ্ছে ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার সঙ্গে সেরা চারের অপর দলটি হতে যাচ্ছে বাংলাদেশ। স্কোয়াডের শক্তি মিলিয়েই মাশরাফিদের অল্প হলেও পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে এগিয়ে রাখছেন তিনি।
আকাশ চোপড়ার বিশ্লেষণের ভিডিও--
Comments