টানা দশ ম্যাচ হারল পাকিস্তান
গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচ হেরে সিরিজ খুইয়েছিল পাকিস্তান। এরপর সংযুক্ত আরব আমিরাতে ৫-০ তে হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়ার কাছে। এবার ইংল্যান্ডের কাছে হারল টানা চার ম্যাচ। সব মিলিয়ে সর্বশেষ খেলা দশ ওয়ানডের সবকটাতেই হারল সরফরাজ আহমেদের দল।
বিশ্বকাপের আগে প্রস্তুতি বাজিয়ে নিতে ইংল্যান্ড –পাকিস্তান খেলেছিল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেসে যাওয়ার পর বাকি চারটাইতেই ইংলিশদের কাছে ধরাশায়ী হয়েছে পাকিস্তানিরা।
রোববার হেডিংলিতে সিরিজের শেষ ম্যাচে ৩৫১ রানের আরেকটি পর্বত গড়ে ইংল্যান্ড। তা টপকাতে গিয়ে পাকিস্তান থেমেছে ২৯৭ রানে। হেরেছে ৫৪ রানে।
এদিন টস জিতে আগে ব্যাট করতে গিয়ে জো ভিন্স আর জনি বেয়ারস্টো মিলে বরাবরের মতই আনেন ভালো শুরু। দুজনেই ইনিংস বড় করতে পারেননি। তবে তিন আর চারে নামা জো রুট-ইয়ন মরগ্যান মিলে চালিয়েছেন তাণ্ডব।
শতরানের জুটিতে দ্রুত রান উঠিয়ে দলকে দিয়েছেন শক্ত ভিত। রুট ৭৩ বলে ৮৪ আর মরগ্যান ৬৪ বলে করেন ৭৬ রান। শেষ দিকে নেমে টম কারান ১৫ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে পার করে দেন সাড়ে তিনশোর ঘর।
পাহাড় টপকাতে গিয়ে শুরুতেই দুই ওপেনার ফখর জামান আর আবিদ আলিকে হারায় পাকিস্তান। বাবর আজম, সরফরাজ আহমেদরা রান পেলেও আসা যাওয়ার মিছিলে ছিলেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা। ওই চাপ আর সামলাতে পারেনি পাকিস্তান। বাবর ৮০ আর সরফরাজ ৯৭ রান করে ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। ইনিংসের বাকি কেবল চলেছে আনুষ্ঠানিকতার খাতিরে।
Comments