সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী রুমিন ফারহানা

একাদশ জাতীয় সংসদে বিএনপির জন্যে নির্ধারিত একটি সংরক্ষিত নারী আসনে দলের হয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
Rumeen Farhana
রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদে বিএনপির জন্যে নির্ধারিত একটি সংরক্ষিত নারী আসনে দলের হয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ (২০ মে) দুপুরে তিনি নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ মে। মনোনয়নপত্র বাছাই করা হবে ২১ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মে। এ বিষয়ে ভোট গ্রহণ করা হবে ১৬ জুন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহকারী সম্পাদক।

চলতি সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র একজন রয়েছেন।

Comments