জারার রেকর্ড স্পর্শ করলেন মেসি

চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসি। সে ধারায় স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পিচিচি জিতেছেন বার্সেলোনা অধিনায়ক। এ নিয়ে টানা ষষ্ঠবার পিচিচি জিতলেন তিনি। অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক কিংবদন্তি তেলমো জারাকে স্পর্শ করেছেন তিনি।
ছবি: এএফপি

চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসি। সে ধারায় স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পিচিচি জিতেছেন বার্সেলোনা অধিনায়ক। এ নিয়ে টানা ষষ্ঠবার পিচিচি জিতলেন তিনি। অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক কিংবদন্তি তেলমো জারাকে স্পর্শ করেছেন তিনি।

চলতি আসরের পিচিচিটি মেসির টানা তৃতীয়বারও বটে। এর আগে ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ মৌসুমে প্রথম তিনবার পুরস্কারটি জিতেছিলেন এ আর্জেন্টাইন। মেসি ছাড়া টানা তিনবার এ পুরষ্কার জিতেছেন কেবল রিয়াল মাদ্রিদের মেক্সিকোর স্ট্রাইকার হুগো সানচেজ। ১৯৮৫-৮৬, ১৯৮৬-৮৭ ও ১৯৮৭-৮৮ মৌসুমে এই কীর্তি গড়েছিলেন তিনি।

আগের দিন লিগের শেষ ম্যাচে এইবারের সঙ্গে ২-২ গোলে ড্র  করেছে বার্সেলোনা। ম্যাচে দলের দুটি গোলই করেন মেসি। ৩৪ ম্যাচে মোট ৩৬ গোল হয় তার। দ্বিতীয় স্থানে থাকা সতীর্থ লুইস সুয়ারেজ ও রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা ১৫টি গোল বেশি করেছেন তিনি। এ দুই তারকা গোল করেছেন ২১টি করে। সাম্প্রতিক সময়ে লা লিগা এতো বড় ব্যবধানে পিচিচি জিতেনি কেউ। এছাড়া সতীর্থদের দিয়ে ১৩টি গোল করিয়েছেন মেসি। যেটাও লালিগায় সর্বোচ্চ।

এছাড়া ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের পথেও আছেন মেসি। তার সঙ্গে টেক্কা দিয়ে টিকে আছেন পিএসজির ফরাসী স্ট্রাইকার কিলিয়েন এমবাপে। তার গোলসংখ্যা ৩২টি। ম্যাচ বাকী রয়েছে একটি। মেসিকে ছুঁতে হলেও সে ম্যাচে তাকে গোল করতে হবে চারটি। ফুটবলে অসম্ভব বলে কিছু না হলেও কাজটা বেশ কঠিন।

 

 

Comments

The Daily Star  | English

Army given magistracy power

The government last night gave magistracy power to commissioned army officers with immediate effect for 60 days in order to improve law and order.

6h ago