৩৪ এলাকায় ওয়াসার পানি পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের পরীক্ষাগারে ওয়াসার ৩৪ এলাকার পানি সরকারকে পরীক্ষা করার নির্দেশ নিয়েছেন হাইকোর্ট।
এছাড়াও, ওয়াসাকে পানি পরীক্ষার জন্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় গঠিত কমিটিকে পাঁচ হাজার টাকা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
আর কমিটিকে আগামী ২ জুলাইয়ের মধ্যে আদালতে পানি পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
কমিটিকে বুড়িগঙ্গা এবং শীতলক্ষ্যা নদীর পানি এবং ভূগর্ভস্থ পানি সংগ্রহ করে তার মান পরীক্ষার কথাও বলেছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদের রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ (২১ মে) এ আদেশ দেন।
ওয়াসার প্রতিবেদন মতে, অভিযোগের ভিত্তিতে যেসব এলাকায় ময়লা পানি পাওয়ার প্রবণতা বেশি সেগুলো হলো: যাত্রাবাড়ী, বাসাবো, মুগদা, রাজারবাগ, কুসুমবাগ, জুরাইন, মানিকনগর, মান্ডা, দোলাইরপাড় ও মাতুয়াইল, ভাগলপুর, লালবাগ, বকশীবাজার, শহীদনগর, জিগাতলা, ধানমন্ডি, শুক্রাবাদ, কলাবাগান, ভূতের গলি, মোহাম্মদপুর, শেওড়াপাড়া, পীরেরবাগ, মণিপুর, পাইকপাড়া, কাজীপাড়া, মিরপুর, মহাখালী, তেজগাঁও, সিদ্ধেশ্বরী, শাহজাহানপুর, খিলগাঁও, মগবাজার, নয়াটোলা, রামপুরা, মালিবাগ, পরীবাগ, কদমতলী, দনিয়া, শ্যামপুর, রসুলবাগ, মেরাজনগর, পাটেরবাগ, শনিরআখড়া, কোনাপাড়া, মুসলিম নগর, বাড্ডা, আফতাবনগর, বসুন্ধরা, ভাটারা, উত্তরা, খিলক্ষেত, ফায়েদাবাদ, মোল্লারটেক, রানাভোলা, কাফরুল, কচুক্ষেত, পল্লবী।
Comments